এখন পড়ছেন
হোম > রাজ্য > রামচন্দ্রকে এবার ‘ঐতিহাসিক’ চরিত্র বানিয়ে দিলেন তৃণমূল নেতা

রামচন্দ্রকে এবার ‘ঐতিহাসিক’ চরিত্র বানিয়ে দিলেন তৃণমূল নেতা

রামচন্দ্রকে এবার ‘ঐতিহাসিক’ চরিত্র বানিয়ে দিলেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। মঙ্গলবার হুগলির তারকেশ্বর মন্দিরে বাবা তারকনাথের কাছে স্বপরিবারে পুজো দিতে এসেছিলেন অনুব্রতবাবু আর সেখান থেকেই রাম-কে ঐতিহাসিক চরিত্র বানিয়ে দিলেন তিনি।এদিন লকেটদেবী সমেত বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন,”আমার দাদু কিংবা ওঁর দাদু (লকেটের) কেউ রামকে দেখেননি। আমরা ইতিহাসে পড়েছি।” তিনি মূলত রামকে পৌরাণিক চরিত্র থেকে ঐতিহাসিক চরিত্র বানিয়ে দিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন রামনবমী নিয়ে লকেট চ্যাটার্জী সমেত বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, ”আমার দাদু কিংবা ওঁর দাদু (লকেটের) কেউ রামকে দেখেননি। আমরা ইতিহাসে পড়েছি। কিন্তু রামকে নিয়ে বিজেপি যেভাবে শিশুদের হাতে অস্ত্র তুলে দিয়েছে সেটা ঠিক না। ওদের এখন পড়াশোনা করার বয়স। রাম কখনও বলেনি অস্ত্র নিয়ে মিছিল করতে।” ছোট্ট শিশুদের হাতে অস্ত্র তুলে দিলেন, লজ্জা করে না?” সাথেই আরো বলেন,”বীরভূমে অনেকগুলো পীঠ আছে। তারমধ্যে তারাপীঠ অন্যতম। বাদ বাকি পিঠে কোনও পাগলি আসতেই পারে। কিন্তু রাম তো অস্ত্র নিয়ে রাবণের বিরুদ্ধে লড়াই করেন নি। তিনি ধনুক নিয়ে লড়াই করেছিলেন।” প্রসঙ্গত রামনবমী দিন লকেট চ্যাটার্জী বীরভূমের মাটিতে দলীয় মিছিলে হেঁটেছিলেন।তাঁর হাতে ছিল ত্রিশুল। ফলে পুলিশ তাঁর বিরুদ্ধে বহিরাগত ও অস্ত্র আইনে মামলাও করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!