এখন পড়ছেন
হোম > জাতীয় > রাম ভক্তদের জন্য বড়সড় সুখবর! অযোধ্যাকে তুলে ধরতে করোনা অবহেও যোগী দেবেন ২ হাজার কোটি!

রাম ভক্তদের জন্য বড়সড় সুখবর! অযোধ্যাকে তুলে ধরতে করোনা অবহেও যোগী দেবেন ২ হাজার কোটি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাবরি মসজিদ ধ্বংস থেকে শুরু করে দীর্ঘদিন আইনি লড়াইয়ের পর অবশেষে গত 5 ই আগস্ট অযোধ্যায় রাম মন্দির এর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভূমি পূজা হয়। তারপরেই শুরু হয়ে গেছে রাম মন্দির নির্মাণকল্প। বহু প্রতীক্ষিত অযোধ্যা রাম মন্দির নির্মাণকল্প আগামী সাড়ে তিন বা চার বছরের মধ্যে সমাপ্ত হবে বলে জানা গেছে। সেই সূত্রে এবার উত্তরপ্রদেশ সরকার রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যাকে পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করতে চলেছে। আর জানা গেছে, অযোধ্যাকে বিশ্বের কাছে পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরার জন্য প্রয়োজন বিশাল অংকের টাকা।

জানা গেছে, যার মধ্যে প্রায় দুই হাজার কোটি টাকা অযোধ্যাকে ঢেলে সাজানোর জন্য দেবেন মুখ্যমন্ত্রী আদিত্যনারায়ণ যোগী। এ প্রসঙ্গে আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী জানিয়েছেন, অযোধ্যা শহরকে ধর্মীয় পর্যটন হিসাবে পরিণত করা হবে। এখনো পর্যন্ত যা খবর, তাতে অযোধ্যার রাম মন্দির এবং রামমূর্তি দুটোই বিশ্বের মধ্যে সবথেকে দীর্ঘতম হবে বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, বর্তমানে অযোধ্যায় প্রত্যেক বছর প্রায় 2.2 কোটি পর্যটকদের ভিড় হয়। সমীক্ষায় দেখা যাচ্ছে, রামমন্দির হবার পর সেই দর্শনার্থীদের পরিমাণ বেড়ে গিয়ে হবে 6.8 কোটিতে।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী ভিডিও কনফারেন্স মাধ্যমে উন্নয়নের পুরো পরিকল্পনা প্রকাশ করেছেন। অযোধ্যা উন্নয়নের কাজ দ্রুতগতিতে সম্পন্ন হবে, এবং তাতে তহবিলের কোন সমস্যা হবেনা বলেই তিনি জানিয়েছেন। ইতিমধ্যে তিনি সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, অযোধ্যাকে সৌর শহর হিসেবে তৈরি করার জন্য। আদিত্যনাথ যোগী জানিয়েছেন, অযোধ্যা জেলায় উন্নয়ন এমনভাবে হবে, যার মধ্যে অযোধ্যার ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্য প্রকাশ পাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, অযোধ্যায় বিমানবন্দর তৈরির জন্য ইতিমধ্যে 160 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। আরও আড়াইশ একর জমি অধিগ্রহণ করা হবে বলে জানা গেছে। ভবিষ্যতে অযোধ্যাকে পর্যটন শিল্পের অংশ করে তুলতে তৈরি হতে চলেছে আরো নতুন দুটি বাসট্যান্ড। এ প্রসঙ্গে যোগী আদিত্যনাথ আরও জানিয়েছেন, পরবর্তীতে দেশ-বিদেশের বহু ভক্ত এবং পর্যটকরা অযোধ্যায় ভিড় জমাবেন। তার জন্য দক্ষ গাইডের ব্যবস্থা রাখার কথা বলেছেন তিনি পর্যটন বিভাগকে।

অন্যদিকে তীর্থযাত্রী ও পর্যটকদের সুযোগ সুবিধার জন্য ইতিমধ্যে গুপ্তার ঘাট থেকে নয়া ঘাটের উন্নয়ন তালিকা প্রস্তুত হয়েছে। তার সাথেই রাম কি পইদি থেকে সরযূ নদীর প্রবাহ যাতে নিশ্চিত হয়, সেইরকম অ্যাকশন প্ল্যানও তৈরি করতে বলা হয়েছে সেচ দপ্তরকে। এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে জানানো হয়, অযোধ্যার রাস্তা এবং পার্কের সম্প্রসারণ হচ্ছে। প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী যোগী জানিয়েছেন, অযোধ্যায় এই মুহূর্তে 258.12 কোটি টাকার উন্নয়নমূলক কাজ হচ্ছে পর্যটন বিভাগে। জানা গেছে, পার্কিং ও ফুডকোর্ট এবং অন্যান্য উন্নয়নের জন্য কেন্দ্রের কাছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী 200 কোটি টাকার অর্থ প্রস্তাব পাঠিয়েছেন।

অন্যদিকে যেখানে সাধারন মানুষ খেতে পারছেনা ঠিক মতন, করোনা আবহে নিঃস্ব হয়ে গেছেন অধিকাংশ- সেখানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যোগী দুই হাজার কোটি টাকা কিভাবে দিচ্ছেন উন্নয়ন প্রকল্পে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তবে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, যেভাবে অযোধ্যা মন্দির পরিকল্পনামাফিক বিশেষ নজর দিয়ে তৈরি হচ্ছে, তা আগামী দিনে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পাওয়া মোটেই আশ্চর্যজনক নয়। তবে প্রথম থেকেই অযোধ্যা নিয়ে বিতর্ক ছিল, বিতর্ক আছে এবং ভবিষ্যতেও বিতর্ক থাকবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!