এখন পড়ছেন
হোম > জাতীয় > হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে গিয়ে নিজেই বড়সড় ধাক্কা খেলেন বাবা রামদেব

হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে গিয়ে নিজেই বড়সড় ধাক্কা খেলেন বাবা রামদেব

প্রথম দফায় আয়ুর্বেদ এবং যোগাসন চর্চার বাইরে বেরিয়ে ভোগ্যপণ্য প্রস্তুত ছাড়াও টেলিকম জগতে পদার্পন করে যোগগুরু  রামদেব নির্মিত সংস্থা পতঞ্জলী। জানা গেছে গ্রাহকদের অনেক বেশি সুযোগ সুবিধার বন্দোবস্ত করে দেওয়ার মাধ্যমে পতঞ্জলী সংস্থা বাজারে আসা তাঁদের সিম কার্ড কে বাজার চলতি অন্যান্য টেলিকম কোম্পানির থেকে সেরা প্রমাণ করে। এক্ষেত্রে তাদের মূল প্রতিদ্বন্দ্বী ছিলো জিও।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এরপরে হোয়াট্‌সঅ্যাপের সাথে পাল্লা দিতে পতঞ্জলির কিম্ভো নামক  মেসেজিং অ্যাপের যাত্রার সূচনা। এই সপ্তাহে বুধবার পতঞ্জলী সংস্থার মুখপাত্র এস কে তিজরওয়ালা টুইটারে এই অ্যাপের আগমনের বিষয়ে জানান। এইসবের মধ্যেই দেখা গেলো সংস্থার পূর্ব ঘোষিত তথ্য অনুয়ারী প্লে স্টোর থেকে উধাও এই অ্যাপ। কিন্তু হঠাৎ এমন হওয়ার কারণ কী যার জেরে স্বদেশী অ্যাপ কিম্ভো কে লড়াইয়ের ময়দান ছাড়তে হলো। এই বিষয়ে ট্যুইটারে বিশ্বজালের বিশেষজ্ঞদের একাংশ মতে ‘বোলো’ নামে অপর একটি মেসেজিং অ্যাপের আগাগোড়া নকল করে তৈরী হয়েছে স্বদেশী অ্যাপ কিম্ভো। এমনকি ঐ অ্যাপের ওটিপি-এসএমএস যে ফর্ম্যাটটি ছিলো তার পরিবর্তন অবধি করা হয়নি কিম্ভো অ্যাপে। এই নকল করে অ্যাপ তৈরীর বিষয়টি সকলের নজইরে আসতেই এই মেসেজিং অ্যাপ কে প্লে স্টোর থেকে সরিয়ে দিতে বাধ্য হয় যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলী। এই সবই সাধারণ মানুষের অনুমান মাত্র। সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!