এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রামের পুজোতে মজলেন তৃণমূল প্রার্থী, ভগবানকে নিয়ে করলেন বড়সড় দাবি!

রামের পুজোতে মজলেন তৃণমূল প্রার্থী, ভগবানকে নিয়ে করলেন বড়সড় দাবি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভগবান রামকে নিয়ে রাজনীতির শেষ নেই। বারবার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দাবি করা হয়, রামকে রাজনৈতিক কাজে ব্যবহার করছে ভারতীয় জনতা পার্টি। তবে এই পরিস্থিতিতে আজ রামনবমী উপলক্ষে প্রচারের শেষ দিনে রামের পুজো করে নিজের প্রচার শেষ করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। যেখানে ভগবান রাম কারও একার নয় বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, আজ আসানসোল লোকসভা কেন্দ্রের প্রচারের শেষ দিন ছিল। আর সেখানেই প্রচার করতে গিয়ে ভগবান রামের মন্দিরে পুজো দিয়ে বড়সড় দাবি করলেন এই তৃণমূল প্রার্থী। এদিন এই প্রসঙ্গে শত্রুঘ্ন সিনহা বলেন, “এটা গণতান্ত্রিক দেশ। সকলের অধিকার আছে রামের পুজো করার। তবে এই পুজো আমি অনেকদিন ধরেই করি। রাম আবার কারও একার হয় নাকি! আমিও রামের ভক্ত। আমার দুই ছেলে, যাদের নাম লব এবং কুশ।”

বিশেষজ্ঞদের মতে, শত্রুঘ্ন সিনহা এই কথা বলে পরোক্ষে বিজেপিকে খোঁচা দেওয়ার চেষ্টা করলেন। তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে, ভগবান সকলের। তাই সেখানে কোনো রাজনৈতিক দল যদি ভগবানকে নিজেদের বলে দাবি করে, তাহলে তা ভুল বলেই বুঝিয়ে দিলেন এই হেভিওয়েট তৃণমূল প্রার্থী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!