এখন পড়ছেন
হোম > অন্যান্য > রামমন্দির নির্মাণ আরও বর্ণাঢ্য করতে এবারের রামলীলা ২২ বলিউডি স্টারকে নিয়ে আরও ঝলমলে রঙিন!

রামমন্দির নির্মাণ আরও বর্ণাঢ্য করতে এবারের রামলীলা ২২ বলিউডি স্টারকে নিয়ে আরও ঝলমলে রঙিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- রামমন্দির নির্মাণ নিয়ে এতদিন থেকে অনেক খবরই সামনে এসেছে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হবে কি হবে না সেই নিয়ে প্রথম থেকেই ছিল অনেক সমস্যা। অবশেষে শীর্ষ আদালত রায় দেওয়ায় সেখানে রাম মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু হয়। কিছুদিন আগে তার ভিত্তি স্থাপন সম্পন্ন হয়েছে। যার মুখ্য ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার সামনে আসছে রামলীলা অনুষ্ঠান। আর তাই রামমন্দির প্রাঙ্গণে রামলীলা উৎসবে এক ঝাঁক খ্যাতনামা তারকাকেই দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, রামায়ণ ভারতের আদি মহাকাব্য, এবং তা ভারতীয় সংস্কৃতির আত্মার সঙ্গে জড়িত। আর রামলীলা হল এই মহাকাব্যেরই মঞ্চাভিনয়। রামলীলার উপজীব্য বিষয় রামের জীবন, রামায়ণের সময়কাল ও রামের জীবনের মূল্যবোধ। রামের বিজয়ের স্মরণে আয়োজিত এই উৎসব বিজয়া দশমী বা দশেরার পূর্বের দশ রাত্রিতে আয়োজিত হয়ে থাকে। তবে দশেরার দিন এই উৎসব শেষ হয়। সাধারণত পৃথিবীর যেসব দেশে উত্তর ভারত, মধ্য ভারত, নেপাল ও পাকিস্তানের হিন্দু সম্প্রদায় বাস করেন, সেখানেই রামলীলা অনুষ্ঠিত হতে দেখা যায় বলে জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এবারের অনুষ্ঠানে যোগ দিতে দেখা যাবে অনেক নামী অভিনেতা অভিনেত্রীকে। এই রামলীলায় রামের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সোনুকে। এছাড়া সীতার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী কবিতা যোশীকে। কৈকেয়ীর ভূমিকায় দেখা যাবে ঋতু শিবপুরীকে এবং রাজা মুরাদ অহিরাবণ চরিত্রে অভিনয় করবেন বলে জানা যায়। এছাড়া রাবণের চরিত্রে দেখা যাবে শাহবাজ খানকে।

অন্যদিকে, অভিনেতা দারা সিংয়ের পুত্র বিন্দু দারা সিংহ হনুমানের চরিত্রে অভিনয় করবেন। এছাড়া মনোজ তিওয়ারি ও রবি কিষেন অঙ্গদ ও ভরতের চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে। অন্যদিকে আসরানিকে দেখা যাবে নারদের ভূমিকায়। আগামী ১৭ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই রামলীলা অভিনীত হওয়া এই রামলীলা বর্তমান কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে ভার্চুয়ালি অনুষ্ঠিত কথা করার কথাই ভাবা হয়েছে বলে জানা গেছে। দূরদর্শনের পাশাপাশি এটা ইউটিউব ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও দেখা যাবে বলেও জানিয়েছে রামলীলা কমিটি। তবে এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে রামলীলার উদ্বোধনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!