এখন পড়ছেন
হোম > জাতীয় > রামমন্দির নাহলে কি ক্ষমতায় ফিরবে না বিজেপি?প্রশ্ন তুলে দিল হিন্দু সংগঠনগুলি

রামমন্দির নাহলে কি ক্ষমতায় ফিরবে না বিজেপি?প্রশ্ন তুলে দিল হিন্দু সংগঠনগুলি


নির্বাচন এলেই বিজেপি তাদের ঝুলি থেকে প্রতিবারই ‘রামমন্দির গড়া হবে’এইরুপ একটি বেড়াল বের করে।মাথাচাড়া দিয়ে ওঠে অযোধ্যায় রামমন্দির গড়ার দাবি।এখানেই সমালোচকরা বলছেন,এই সুবিধা প্রতিবারই পায় বিজেপি।কিন্তু এবারে ইদৌ সেই সুবিধা বিজেপিকে দেওয়া হবে কিনা তা নিয়ে বিস্তর প্রশ্ন তুলে দিয়েছেন অযোধ্যার প্রভাবশালী মহন্ত পরমহংস দাস। সূত্রে খবর,ভোট আসলেই নির্বাচনী বৈতরনী পার হতে রাম মন্দির স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসে বিজেপি।2014 সালের লোকসভা হোক বা 2017 র বিধানসভা বিজেপির নির্বাচনী ইস্তেহারে প্রথম দিকে জলজল করছিল বিতর্কিত স্থানে রামমন্দির স্থাপনের কথা।কিন্তু বাস্তবে সেই কথার বিন্দুমাত্র পূরন হয়নি।যার জেরে উত্তরপ্রদেশের হিন্দু সংগঠনগুলি মনে করছে,মন্দির গড়ার কথা বললেও তা পূরন না করায় তাদের সাথে প্রতারনা করেছে বিজেপি।এদিন অযোধ্যার প্রভাবশালী সন্ন্যাসী মহন্ত পরমহংস দাস বলেন,”2019 এ ক্ষমতায় ফিরতে হলে রামমন্দির গড়তেই হবে বিজেপিকে।অর তা না হলে আমরা আন্দোলনে গিয়ে নিশ্চিত কলব যে বিজেপি হারছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজনৈতিক মহল মনে করছে,2014 তে উত্তরপ্রদেশ জুড়ে বিজেপির হয়ে প্রচার করেছিলেন এই প্রভাবশালী মহন্ত। 2019 এর আগে তাঁর মুখ থেকেই এ ধরনের মন্তব্য বিজেপির কালঘাম ছোটাবে। সূত্র মারফত আরও জানা গেছে,সুপ্রিম কোর্টে বিচারাধীন এই রামমন্দির ইস্যুতে প্রবল চাপে কেন্দ্রের শাসকদল।গেরুয়া শিবিরের মতে,আদালতের রায়ের আগে এই মন্দির নির্মান সম্ভব নয়।তাই তারা এ বিষয়ে মৌনব্রত পালন করে উন্নয়নকেই পাখির চোখ করে এগোতে চাইছে।গত রবিবার এনিয়ে কেন্দ্রের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি বলেন,”বিজেপির একটাই এজেন্ডা বিকাশ,বিকাশ,বিকাশ।”রাজনৈতিক বিশ্লেষকদের মতে,বিগত নির্বাচনগুলিতে যেভাবে রামমন্দির স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতে এসেছে বিজেপি,এবার তা নাও হতে পারে।এখন দেখার ‘বিকাশ’নিয়ে এই শুকনো কথায় হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মন ভেজা চিড়ের মত হয় কী না!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!