এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রামমন্দির তাঁর ‘ধর্ম যার যার, উৎসব সবার’ মতবাদে চিড় ধরাতে পারবে না বার্তা দিলেন মমতা

রামমন্দির তাঁর ‘ধর্ম যার যার, উৎসব সবার’ মতবাদে চিড় ধরাতে পারবে না বার্তা দিলেন মমতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –মধ্যযুগের ওপর হতে ইংরেজ যুগ পার করে, তারপর আরো বহু বছর হাইকোর্ট, সুপ্রিম কোর্টের এজলাস পার করে গত বছরের ৯ ই নভেম্বর অযোধ্যায় রাম মন্দির নির্মাণের অনুমতি পাওয়া গিয়েছিল। আর আজ ৫ ই আগস্ট ভূমিপূজনের মধ্যে দিয়ে রাম মন্দিরের ভিত্তি নির্মিত হতে চলেছে। রাম মন্দির নির্মনকে কেন্দ্র করে অযোধ্যায় সাজ সাজ উৎসবের আবহে রাজ্যবাসীকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা শোনালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাাধ্যায়। ভারতের সনাতন ঐতিহ্য হলো বৈচিত্রের মধ্যে ঐক্য। দেশের এই মহান ঐতিহ্যকে যথাযথ ভাবে সংরক্ষনের আহবানও জানালেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে টুইটারে একটি পোস্ট করে তাঁর অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।

এই পোষ্টে তিনি লিখেছেন, ” হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান একে অপরের ভাই-ভাই! আমার ভারত মহান, মহান আমার হিন্দুস্তান।” এই পোস্টে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন,” আমাদের দেশ তার চিরায়ত বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে। আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখব।” ইতিপূর্বেও মুখ্যমন্ত্রী একাধিকবার সম্প্রীতির বার্তা রেখেছেন রাজ্যবাসীর কাছে। প্রসঙ্গত, গত দোলপূর্ণিমার দিনে টুইট করে তিনি বলেছিলেন, ” বাংলার বৈশিষ্ট্যই হল যে আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপূজনের পটভূমিতে মুখ্যমন্ত্রী এই টুইটটি বিশেভাবে উল্লেখযোগ্য। এর মধ্যে দিয়ে তিনি একদিকে যেমন আমাদের দেশের সনাতন ঐতিহ্যের প্রতি তাঁর অন্তরের শ্রদ্ধা নিবেদন করেছেন, অন্যদিকে তেমনি রাম মন্দির নির্মাণের প্রেক্ষিতে সমগ্র রাজবাসীকে ঐক্যবদ্ধ ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল, সহনশীল হবার আবেদন জানিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, রাম মন্দিরের ভূমিপূজার আবহে টুইট করে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন ঠিকই, কিন্তু বিজেপি ও বেশকিছু হিন্দুসংগঠনের পক্ষ থেকে বারবার করে করা আজকের দিনটিকে লকডাউনের আওতা মুক্ত করার আবেদন কিন্তু কর্ণপাত করেননি মুখ্যমন্ত্রী। অথচ চলতি মাসের লকডাউনের দিনক্ষণ কিন্তু ৪ বার পরিবর্তন করা হয়েছে। আর আজকের দিনে রাজ্য সরকারের কঠোর লকডাউনের সিদ্ধান্তের বিরুদ্ধে গতকালই প্রতিবাদ জানিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!