এখন পড়ছেন
হোম > জাতীয় > রামমন্দির নিয়ে বিশেষ পরিকল্পনা বিশ্ব হিন্দু পরিষদের! করোনা আবহে সংক্ৰমণ ছড়ানোর ভয় অযোধ্যায়?

রামমন্দির নিয়ে বিশেষ পরিকল্পনা বিশ্ব হিন্দু পরিষদের! করোনা আবহে সংক্ৰমণ ছড়ানোর ভয় অযোধ্যায়?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইংরেজআমল থেকেই মন্দির-মসজিদের মালিকানা নিয়ে অযোধ্যায় চলে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে দড়ি টানাটানি খেলা। স্বাধীনতার পর এই নিয়ে শুরু হয় মামলা। লখনৌ হাইকোর্ট বছরের পর বছর এই মামলা চলার পর তা স্থানান্তরিত হয় সুপ্রিম কোর্টে।

গত ২০১৯ সালের ৯-ই নভেম্বর সুপ্রিমকোর্ট বিভিন্ন দিক পর্যবেক্ষন করে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পক্ষে এক ইতিবাচক রায় দিয়ে এই মামলার নিস্পত্তি করে। আগামী ৫ ই আগস্ট রাম মন্দির এর নির্মাণ তথা ভূমিপুজার দিন ধার্য করা হয়েছে।রাম মন্দির নির্মাণের দিনটিকে ইহিহাসের পাতায় স্বরণীয় করে রাখতে এক বিপুল অনুষ্ঠান তথা কর্মসূচির আয়োজন করেছে বিশ্ব হিন্দু পরিষদ ও রাম মন্দির তীর্থক্ষেত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ঠিক হয়েছে, এদিন রুপোর ইট দিয়ে ভূমি পুজো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমি পুজোর স্থান টিকে রাজকীয় ভাবে সাজানোর কাজও শুরু হয়েছে। সঙ্গে স্থান টিতে ব্যাপক নিরাপত্তারও আয়োজন করা হয়েছে। আজই অযোধ্যা সফর করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।অনুষ্ঠানে ৩০০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অযোধ্যার সমস্ত মন্দির আলোকিত করে ও গোটা উত্তরপ্রদেশ রাজ্যে সেদিন দীপাবলি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

কিন্তু করোনার এমন বিপর্যয়কর পরিস্থিতিতে রাম মন্দিরে এই বিরাট অনুষ্ঠানের আয়োজন কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কারণ, ভারতে এখন করোনার সংক্রমণ ১৩ লক্ষ ছাড়িয়েছে, মৃত্যু ছাড়িয়েছে ৩০ হাজার, গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত যেখানে প্রায় ৫০ হাজার।

সামাজিক দূরত্বের বিধি মেনে সমস্ত রকম ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক জামায়েত যেখানে নিষিদ্ধ, সমস্তরকম উৎসব, অনুষ্ঠানও যেখানে সংক্ষিপ্ত করা হচ্ছে, মন্দিরের বিগ্রহ দর্শনেও যেখানে, ৫ থেকে ১০ জনের বেশি মানুষকে যেতে দেওয়া হচ্ছে না, সেখানে এই রাজকীয় উৎসব পালন ও ৩০০ জনের সমাগম করোনার সংক্রমণ ব্যাপকভাবে বাড়িয়ে দিতে পারে বলে, অনেকে মনে করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!