এখন পড়ছেন
হোম > জাতীয় > রামমন্দিরের ভূমিপুজো তো হল, মসজিদের শিলান্যাসে কি যাবেন মুখ্যমন্ত্রী? কি জানালেন তিনি নিজে?

রামমন্দিরের ভূমিপুজো তো হল, মসজিদের শিলান্যাসে কি যাবেন মুখ্যমন্ত্রী? কি জানালেন তিনি নিজে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত 30 বছরের বৃত্ত সম্পন্ন হয়েছে গতকাল 5 আগস্ট। দীর্ঘদিনের বিতর্কের শেষে অবশেষে রাম মন্দিরের ভূমিপূজা সম্পন্ন হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বাবরি মসজিদের বিতর্কিত জমিতেই রাম মন্দিরের শিলান্যাস হয়। তবে এবার রাম মন্দির তো হল, কিন্তু মসজিদের কি হবে? রাম মন্দিরের পর এবার দেশবাসীর নজর বাবরি মসজিদ এর পরিবর্তে যে মসজিদ তৈরি হবে তার দিকে। অন্যদিকে প্রশ্ন উঠেছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূমিকা নিয়ে।

রাম জন্মভূমি ট্রাস্টি বোর্ডের কোন সদস্য না হওয়া সত্ত্বেও যেভাবে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন গতকাল রাম মন্দিরের ভূমিপূজা ও শিলান্যাস অনুষ্ঠানে, তা দেখে এবার প্রশ্ন উঠছে একই রাজ্যে যখন মসজিদ প্রতিষ্ঠা হবে, সেখানেও কি অগ্রণী ভূমিকায় দেখা যাবে তাঁকে? গতকাল যোগী আদিত্যনাথকে রাম মন্দিরের অনুষ্ঠানে দেখা গেল সমস্ত ব্যাপারে তদারকি করতে। সব সময় ব্যতিব্যস্ত থেকেছেন তিনি। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তিনি তাঁর দায়িত্ব সর্বতোভাবে পালন করেছেন।

আর তারপরেই প্রশ্ন উঠেছে, মসজিদের শিলান্যাসের সময় তিনি থাকবেন তো? যদিও উত্তরে যোগী আদিত্যনাথ পরিষ্কার জানিয়ে দিলেন, তাঁকে মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে ডাকা হবেনা। আর ডাকলেও তিনি যাবেন না। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে একজন মুখ্যমন্ত্রী হিসেবে যা যা করা উচিত, তিনি সমস্ত দায়িত্ব পালন করবেন। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে ডাকা হবে না এবং ডাকলেও তিনি সেখানে যাবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর যুক্তি, “আমি যদি ওখানে যায় তাহলে অনেকেরই অনেকরকম দোকান বন্ধ হয়ে যাবে।” অন্যদিকে জানা গেছে, অযোধ্যার বিতর্কিত যে জমিতে রাম মন্দির স্থাপিত হতে চলেছে তার দ্বিগুণ জমি সুপ্রিম কোর্টের নির্দেশে মুসলিম পক্ষকে দিয়েছে সরকার। ইতিমধ্যে সেখানে মসজিদ নির্মাণের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে খবর। তবে জানা গিয়েছে, ওই জমিতে মসজিদ নির্মাণের পাশাপাশি হতে চলেছে একটি হাসপাতাল এবং একটি পাঠাগার। রাম মন্দিরের শিলান্যাসের এর পর এবার শুরু হতে চলেছে এই মসজিদের শিলান্যাসের তোরজোর।

বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে মসজিদের শিলান্যাস নিয়েও যথেষ্ট বিতর্ক সৃষ্টি হবে ভারতীয় রাজনৈতিক মহলে। তবে সুন্নি ওয়াকফ বোর্ড যেভাবে মসজিদের পাশাপাশি হাসপাতাল এবং পাঠাগার নির্মাণের ঘোষণা করেছেন, তা যথেষ্ট প্রশংসনীয় বলে মানছেন সবাই। অন্যদিকে, রাজনৈতিক মহলের একাংশের মতে শুধুমাত্র হিন্দুত্বকে সামনে রেখে কেন্দ্রের বিজেপি সরকার যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড করে চলেছেন। আর এর পেছনে সাম্প্রদায়িকতার গন্ধ পাচ্ছেন বিরোধীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!