এখন পড়ছেন
হোম > অন্যান্য > রামমোহন , মীরজাফর থেকে মীরকাশিম – সোনায় লেখা আজকের দিনের অজানা ইতিহাস একনজরে

রামমোহন , মীরজাফর থেকে মীরকাশিম – সোনায় লেখা আজকের দিনের অজানা ইতিহাস একনজরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –আজ ২৭শে সেপ্টেম্বর । এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা —

১. ১৭৬০ সালের এই দিনে মীরকাশিম মীরজাফরকে গদিচ্যুত করে বাংলার নবাব হন এবং বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলা কোম্পানির হাতে তুলে দেন।

২. ১৮২১ সালের এই দিনে মেক্সিকো স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

. ১৯২৮ সালের এই দিনে আমেরিকা চীন প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৪. ১৯৫৮ সালের এই দিনে ভারতীয় সাঁতারু মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।

৫. ১৯৮০ সালের এই দিন থেকে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে।

৬. ১৯৯৬ সালের এই দিনে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়।

 

. ১৮৩৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রাজা রামমোহন রায়।

. ১৯৪৯ সালের এই দিনে বেইজিংকে আনুষ্ঠানিকভাবে চীনের রাজধানী হিসাবে ঘোষণা করা হয়।

৯. ১৯৩৭ সালের এই দিনে প্রথম সান্তাক্লজ প্রশিক্ষণের স্কুল চালু হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!