এখন পড়ছেন
হোম > রাজ্য > রামনবমীর অস্ত্র মিছিলে তৃণমূলের নাম জড়িয়ে দিয়ে অস্বস্তি বাড়ালেন সিদ্দিকুল্লা চৌধুরী

রামনবমীর অস্ত্র মিছিলে তৃণমূলের নাম জড়িয়ে দিয়ে অস্বস্তি বাড়ালেন সিদ্দিকুল্লা চৌধুরী


রামনবমীর অস্ত্র মিছিলে তৃণমূলের নাম জড়িয়ে দিয়ে অস্বস্তি বাড়ালেন সিদ্দিকুল্লা চৌধুরী।তৃণমূলের রামনবমী নিয়ে বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিকমহলে। কেননা বিজেপিকে আটকাতেই রামনবমী পথে নেমেছে তৃণমূল এই ধারণায় প্রচার করতে চাইছে বিজেপি।এই নিয়ে মাঠে নেমেছে সিপিআইএম। বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বার বার অভিযোগ তুলেছে যে তিনি সংখ্যালঘু তোষণ করেন। এবার রামনবমী পালন করে তৃণমূল প্রমান করলো তৃণমূল সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাসী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু রানীগঞ্জ আর পুরুলিয়াতে অঘটন ঘটেছে আর এটা তে তৃণমূল বিজেপির দিকে আর বিজেপি তৃণমূলের দিকে আঙ্গুল তুলেছে। এদিকে এর মধ্যেই রামনবমীর অস্ত্র মিছিলে তৃণমূলের নাম জড়িয়ে দিয়ে অস্বস্তি বাড়ালেন সিদ্দিকুল্লা চৌধুরী। সিদ্দিকুল্লাবাবু এদিন বলেন,, ”অস্ত্র মিছিল করে তাণ্ডব একেবারেই অনুচিত হয়েছে। তৃণমূলের মধ্যেও যাঁরা এমন কিছু করেছেন, প্রশাসন নিশ্চয়ই তাঁদের চিহ্নিত করবে।” পরে অবশ্য বলেন যে,, ”বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ থাকবে। বিজেপি-আরএসএসের উদ্দেশ্য সফল হবে না।” রাজনৈতিক মহলের মতে খানিকটা উভয় সঙ্কটে পরেই এই মন্তব্ব্য করেছেন সিদ্দিকুল্লা চৌধুরী!কেননা তাদের মতে জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি হিসেবে তৃণমূলের কাজ পুরোপুরি মেনে নেওয়া সম্ভব হয় নি। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী হয়ে তৃণমূলের কড়া সমালোচনা করাও সম্ভব নোই ফলে। দোলাচলে পরেও তিনি এই কথা বলেছেন। এমনটাই মত রাজনৈতিকমহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!