এখন পড়ছেন
হোম > রাজ্য > সরকারের চিন্তা বাড়িয়ে, রামনবমীর আগেই ‘লঙ্কাকাণ্ডের’ টিজার দেখিয়ে দিল বিজেপি

সরকারের চিন্তা বাড়িয়ে, রামনবমীর আগেই ‘লঙ্কাকাণ্ডের’ টিজার দেখিয়ে দিল বিজেপি

রবিবার রামনবমী। আর তার তিন দিন আগেই সরকারী নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই পূর্ব মেদিনীপুরের কাঁথিতে অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যেই মিছিল করে রামের নামে স্লোগান দিলেন গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। উল্লেখ্য গত বছর রামনবমী পালন উপলক্ষ্যে খড়গপুরের মিছিলে হাতে তলোয়ার তুলে নিয়েছিলেন গেরুয়া শিবির। তবে এবছর উৎসব পালনের কর্মসূচীতে পিছিয়ে নেই শাসক দলও । পরিকল্পনা মতো রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী-সমর্থকরাও রামনবমীর মিছিল করবেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিকে শুক্রবারই পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়াতে মিছিল করে যাওয়ার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতি দের দ্বারা গেরুয়া শিবির আক্রান্ত এমন অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ স্বরূপ ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি প্রদীপ দাস বললেন, ”তৃণমূলের দুষ্কৃতীরা প্রায়ই অশান্তি করে চলেছে। আজ ধর্মীয় অনুষ্ঠান বানচাল করার চেষ্টা করেছিল। আমরা এটা কোনওভাবেই মেনে নিতে পারি না।” অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতাদের বক্তব্য, ”আমরা সব ধর্মকেই সম্মান করি। তাছাড়া বিজেপি নিজেরাই সংঘবদ্ধ হতে পারেনি। কাঁথি শহরের উপর তারা অস্ত্র মিছিল করেছে। মানুষ এদের এই অস্ত্র মিছিল মেনে নেবে না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!