রামনবমীতেই কেন অশান্তি? “ডিবেট হওয়া উচিত” বড় দাবি কেন্দ্রীয় মন্ত্রীর! বিজেপি রাজনীতি রাজ্য March 21, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গের বুকে রামনবমীর দিন আইপিএল ম্যাচ হওয়ার কারণে সঠিকভাবে পুলিশ প্রশাসন সেখানে থাকতে পারবে না বলে জানানো হয়েছিল। আর এই পরিস্থিতিতে আইপিএল ম্যাচ গুয়াহাটিতে সরে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। যার ফলে রামনবমীতেই কেন বেছে বেছে বাংলাতে অশান্তি হয়, সেই নিয়ে ডিবেট হওয়া উচিত বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে সুকান্তবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “পুলিশ প্রশাসন কি সামলাতে পারবে, না পারবে, সেটা অনেক পরের বিষয়। কিন্তু রামনবমীতেই কেন বারবার পশ্চিমবঙ্গে অশান্তি হয়, এই বিষয় নিয়ে আগে ডিবেট হওয়া উচিত। মুখ্যমন্ত্রী যখন ইদের নামাজে যায়, তখন তো কেউ ঢিল ছোড়ে না? কেন রামনবমীতেই বেছে বেছে অশান্তি হয়, সেটা নিয়েই আগে ডিবেট হওয়া উচিত।” আপনার মতামত জানান -