এখন পড়ছেন
হোম > জাতীয় > রামনবমীর শুভেচ্ছা জানিয়ে মোদীকে চিঠি হেভিওয়েট তৃণমূল সাংসদের, জল্পনা তুঙ্গে!

রামনবমীর শুভেচ্ছা জানিয়ে মোদীকে চিঠি হেভিওয়েট তৃণমূল সাংসদের, জল্পনা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপিতে যোগদান করার পর শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, রামনবমীর মধ্যে তার পরিবারের বাকি সদস্যরা গেরুয়া শিবিরে নাম লেখাবেন। ইতিমধ্যেই তার বাবা শিশির অধিকারী এবং তার ভাই সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। এবার দিব্যেন্দু অধিকারীও কি যোগ দিতে চলেছেন গেরুয়া শিবিরে?

রামনবমীর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে দিব্যেন্দু অধিকারীর একটি চিঠিকে কেন্দ্র করে সেরকমই জল্পনা ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। জানা গেছে, মঙ্গলবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি লেখেন অধিকারী পরিবারের অন্যতম সদস্য তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে জল্পনা ক্রমশ বাড়ছে বঙ্গ রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন দিব্যেন্দু অধিকারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাম নবমীর শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি দেন। যেখানে তিনি লেখেন, “রামনবমী উপলক্ষে দেশের সাহসী প্রধানমন্ত্রীকে আমার শুভেচ্ছা জানাই। যিনি এই ভয়ানক করোনা ভাইরাসের বিরুদ্ধে অভূতপূর্ব লড়াইয়ে সাহসী প্রচেষ্টা করেছেন। দেশবাসী হিসেবে আপনার যোগ্য নেতৃত্ব এবং চিকিৎসা বিজ্ঞান তথা করোনা যোদ্ধাদের উপর আমাদের ভরসা রয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ একদিকে করোনা মোকাবিলার জন্য যখন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ব্যর্থতার কথা তুলে ধরেছেন দিব্যেন্দু অধিকারীর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কার্যত তার উল্টো পথে হেঁটে দিব্যেন্দু অধিকারীর প্রধানমন্ত্রীর প্রশংসা করে এই ধরনের চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাহলে কি শুভেন্দু অধিকারীর কথামত এবার রামনবমীর পুন্যদিনে গেরুয়া শিবিরের নাম লেখাতে চলেছেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী? এখন তা নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়ছে।

বলা বাহুল্য, পাকাপাকিভাবে এখনও পর্যন্ত দলবদল না করলেও দিব্যেন্দু অধিকারী যে তৃণমূলের সঙ্গে খুব একটা ঘনিষ্ঠ নন, তা বলাই যায়। তার পরিবারের সমস্ত সদস্যরা গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। শুধু একমাত্র তিনিই থেকে গেছেন তৃণমূল কংগ্রেসে। তবে তৃণমূলের কোনো রাজনৈতিক কর্মসূচি হোক বা অন্য কোনো সভা-সমিতি কিছুতেই যোগ দিতে দেখা যাচ্ছে না দিব্যেন্দু অধিকারীকে।

আর এই পরিস্থিতিতে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রধানমন্ত্রীকে যে চিঠি দিলেন তৃণমূল সাংসদ, তাতে তার দলবদল শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!