এখন পড়ছেন
হোম > রাজ্য > রামপুরহাটের অগ্নিকান্ডের কারণ ফাঁস! কি জানালো রাজ্য?

রামপুরহাটের অগ্নিকান্ডের কারণ ফাঁস! কি জানালো রাজ্য?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রামপুরহাটে তৃণমূলে উপপ্রধান খুন হওয়ার পরেই সেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়। যেখানে দশটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আর তারপরেই বিরোধীরা দাবি তুলতে শুরু করে, এটা প্রতিহিংসাপরায়ণ আচরণ। রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাপে পড়ে গিয়েছে রাজ্য। আর এই পরিস্থিতিতে রাজ্যের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়। আর এবার অগ্নিসংযোগের ঘটনার পেছনে রাজনৈতিক কারণ নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেই ব্যাপারে ব্যাখ্যা দিল রাজ্য প্রশাসন।

সূত্রের খবর, এদিন একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্যের ডিজিপি। যেখানে তিনি বলেন, “কোনো রাজনৈতিক কারণে এই সংঘর্ষ নয়। এই ঘটনায় মোট 8 জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই 11 জনকে গ্রেফতার করা হয়েছে।” একাংশ বলছেন, রাজ্য প্রশাসন এই বার্তা দিয়ে বুঝিয়ে দিতে চাইল যে, এই ঘটনার পেছনে রাজনৈতিক কোনো যোগসাজশ নেই।

মূলত, তৃণমূলের উপপ্রধান খুন হওয়ার পরেই এই ঘটনা ঘটার কারণে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এখনও গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা অব্যাহত। আর এই পরিস্থিতিতে রাজ্যের পক্ষ থেকে এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব নিভিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!