এখন পড়ছেন
হোম > জাতীয় > রণদামামা বেজে গেল বিধানসভা ভোটের, জেনে নিন বিস্তারিত

রণদামামা বেজে গেল বিধানসভা ভোটের, জেনে নিন বিস্তারিত

মহারাষ্ট্র, ঝাড়খন্ড, হরিয়ানার পর এবার পালা দিল্লির। দিল্লির সামনে এবার আসতে চলেছে বিধানসভা ভোট। আর এই বিধানসভার ভোটকে কেন্দ্র করে এবার রাজনৈতিক লড়াইয়ে নামছে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি। লোকসভা নির্বাচনে দিল্লির মসনদ দখল করলেও এককভাবে দিল্লির দখল নিতে পারেনি বিজেপি। তাই এবার বিজেপির কাছে দিল্লির দখল নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। যদিও লোকসভা ভোটে সাফল্যের পর থেকেই বিজেপির ব্যর্থতার খবরই আসছে। কিন্তু বিজেপি এবার ভোটের ময়দানে ঘুরে দাঁড়াতে যথেষ্ট প্রস্তুতি নিচ্ছে বলেই খবর।

দিল্লির বিধানসভা ভোটকে কেন্দ্র করে এমনিতেই রাজনৈতিক পারা চড়েছে। রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি প্রচার সভা করেন। এবং বিধানসভা ভোটের শিলান্যাস করেন বলা চলে। আর এরপর থেকেই রাজনৈতিক নেতাদের উদ্বেগ বেড়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দল যথা আপ,বিজেপি, কংগ্রেস এবার কোমর বেঁধে ভোটের ময়দানে নেমে পড়েছে। তবে রায় জনতার হাতে। দিল্লির ভাগ্য নির্ধারণ করবে পূর্বাঞ্চল আর পাঞ্জাবি ভোটাররা। কারণ দিল্লির মোট ভোটারের অধিকাংশটাই এরা।

সূত্রের খবর, আগামী ফেব্রুয়ারীতে দিল্লি বিধানসভার ভোট হতে চলেছে। দিল্লিতে মোট ভোটার রয়েছে 1.43 কোটি। তার মধ্যে 14 লাখ ভোটার কেবল মহিলারা। এরমধ্যে আবার পূর্বাঞ্চল, পাঞ্জাবি এবং মুসলিম ভোটারদের সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় 25 থেকে 30 শতাংশ ভোটার উত্তর প্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের। তবে দিল্লির সিংহভাগ জুড়ে রয়েছে পূর্বাঞ্চলের ভোটাররা। প্রায় পঁচিশটি বিধানসভা কেন্দ্রের ভোটার পূর্বাঞ্চলীয় এবং এই পূর্বাঞ্চলের ভোটারদের বেশিরভাগই হলো কংগ্রেসপন্থী।

প্রাক্তন কংগ্রেসী শীলা দীক্ষিতের বড় ভোটব্যাঙ্ক ছিল এই পূর্বাঞ্চলের ভোটাররা। অন্যদিকে, দিল্লিতে বিজেপির ভরসা বেনিয়া সম্প্রদায়। তবে 2013 সালে আন্না হাজারের ভূমিকায় যখন আপের দাপট শুরু হলো, সেই সময় পূর্বাঞ্চলের ভোটারদের অনেকেই এই আপকে সমর্থন করে। এবং দিল্লির ক্ষমতায় আসে আপ। দিল্লিতে পূর্বাঞ্চলের পরেই ভোটারদের তালিকায় থাকে পাঞ্জাবীরা। পাঞ্জাবীরা দিল্লির প্রায় 35 শতাংশ ভোটার পাঞ্জাবি। 20 টি বিধানসভা কেন্দ্র জুড়ে রয়েছে এরা। অবশ্য এদের মধ্যে বেশিরভাগই আপকে সমর্থন করে। কারণ, 1984 সালের শিখবিরোধী দাঙ্গা হওয়ার পাঞ্জাবি ভোটাররা কংগ্রেসকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

দিল্লির ভোটারদের মধ্যে 40 শতাংশ মুসলিম। দিল্লীর প্রায় 10 টি বিধানসভা কেন্দ্র জুড়ে এই ভোটাররা রয়েছে। দিল্লীর চাঁদনিচক, মতিয়া মহল, বল্লিমারা, ওকলা, সেলিমপুর এলাকাগুলি মুসলিম ভোটারদের নিয়েই গঠিত হয়েছে। তবে বর্তমানে কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব ইস্যু নিয়ে তুমুল গন্ডগোল। এরপর দিল্লীর মুসলিম ভোটাররা তাকে কতটা সমর্থন জানাবে তা নিয়ে জটিল প্রশ্ন থেকে যাচ্ছে।

দেশজুড়ে বিজেপি বিরোধী জনমত দানা বাঁধতে শুরু করেছে। সেই সময় দিল্লির বিধানসভা ভোট অন্য কোন বার্তা নিয়ে আসবে কি? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বর্তমানে নাগরিকত্ব ইস্যু নিয়ে যেভাবে সারাদেশে বিজেপি বিরোধী আন্দোলন গড়ে উঠেছে তা কিন্তু যথেষ্টই প্রভাব ফেলতে পারে দিল্লির বিধানসভা ভোটে। অতএব এ প্রসঙ্গটি যথেষ্টই চিন্তার বিষয় বিজেপির কাছে। তবে দিল্লি বিধানসভার দখল নিতে বিজেপি মরিয়া। আপাতত সমস্ত পরিস্থিতির ওপর নজর রাখবে দেশের ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!