এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রান্নার গ্যাসের বারবার মূল্যবৃদ্ধি বিষয়ে কেন্দ্রকে তীব্র কটাক্ষ হেভিওয়েট তৃণমূল সাংসদের

রান্নার গ্যাসের বারবার মূল্যবৃদ্ধি বিষয়ে কেন্দ্রকে তীব্র কটাক্ষ হেভিওয়েট তৃণমূল সাংসদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি লাগাম ছাড়া ভাবে বৃদ্ধি পাচ্ছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। পেট্রোলের দাম একদিকে যেমন সেঞ্চুরি হাকাবার পথে, অন্যদিকে মাত্র আড়াই মাসের মধ্যেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে ২২৫ টাকা। জ্বালানির ব্যাপক মূল্যবৃদ্ধিতে কপালে ভাঁজ পড়েছে আমজনতার। এবার রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে তীব্র কটাক্ষ করলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। টুইট করে এ বিষয়ে তাঁর ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

আবার, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সায়নী ঘোষ। টুইট করে তিনি তাঁর ক্ষোভের কথা জানিয়েছেন। আজ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করলেন যাদবপুরের তারকা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। টুইট করে তিনি লিখেছেন, “আজ সকালে আমার বাড়িতে রান্নার গ্যাস এসেছে। আমি (দাম দেখে) মাথা ঘুরে পড়ে গেছি। প্রতিশ্রুতির কী হল? রক্ত বিক্রি করে কি ভারত আত্মনির্ভর হবে?”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তারকা তৃণমূল সাংসদ মিমি প্রশ্ন করেছেন যে, রান্নার গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, দেশের মানুষকে কি এবার নিজের রক্ত বিক্রি করে আত্মনির্ভর হতে হবে? বিধানসভা নির্বাচনের পূর্বে জ্বালানির বারবার মূল্যবৃদ্ধি বিজেপির বিরুদ্ধে প্রচারের বড় অস্ত্র তুলে দিয়েছে বিরোধীদের হাতে। আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাসের ব্যাপক মূল্যবৃদ্ধি ও যোগান হ্রাসের কারনে দেশের বাজারে জ্বালানির ব্যাপক মূল্য বৃদ্ধি ঘটছে বলে জানানো হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!