এখন পড়ছেন
হোম > রাজ্য > ধর্ষণ নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত কেন্দ্রের, আসছে মৃত্যুদণ্ডের বিল

ধর্ষণ নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত কেন্দ্রের, আসছে মৃত্যুদণ্ডের বিল


কেন্দ্রীয় সরকার এদিন সুপ্রিম কোর্টকে জানালো ১২ বছরের কমবয়সীদের যৌন নির্যাতন, ধর্ষণে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার জন্য আইন সংশোধনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেইমতো এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্ডিন্যান্স জারি করে এই সংশোধনীতে সিলমোহর দিয়ে দিল। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রীসভা এই অধ্যাদেশ জারী করে নতুন দৃষ্টান্ত তৈরী করলো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

শুক্রবার সুপ্রিম কোর্টকে চিঠি দিয়ে কেন্দ্র জানিয়ে দেয়, শিশুদের ধর্ষণে সাজাপ্রাপ্তদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার কথা ভাবা হয়েছে। সেজন্য আইনে সংশোধনী আনার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। উল্লেখ্য কাশ্মীরের কাঠুয়ায় নাবালিকার ধর্ষণের ঘটনায় সারা দেশ সরব হয়ে উঠেছে।কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের মন্ত্রী মানেকা গান্ধী পর্যন্ত শিশুদের ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার সুপারিশ করেন। কেন্দ্রীয় মন্ত্রীর এহেন পদক্ষেপে সক্রিয় হয়ে কেন্দ্র আইন বদল করতে উদ্যোগী হয়ে উঠলো। কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী ঐ ঘটনা প্রসঙ্গে বলেছিলেন, “আমি গভীর অশান্তিতে রয়েছি। আমি ও আমার মন্ত্রক পকসো আইনে রদবদলের তদ্বির করছি। যাতে ১২ বছর বয়স পর্যন্ত নাবালিকাদের ধর্ষণে মৃত্যুদণ্ড হয় এবং যাতে কেউ নাবালিকাদের ধর্ষণের আগে দুবার ভাবে।” সেই দাবি মেনেই ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের যৌন নির্যাতনের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে। শিশুদের ধর্ষণদের দোষ প্রমাণে মৃত্যুদণ্ডই হবে সর্বোচ্চ সাজা। সুপ্রিম কোর্টে দায়ের করা জনস্বার্থ মামলার আগামী শুনানী ২৭ শে এপ্রিলের আগেই কেন্দ্র আইনে সংশোধন করে ফেললো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!