এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণ, খুনের চেষ্টার অভিযোগ, ৭ দিনেও খুঁজে পেল না পুলিশ

প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণ, খুনের চেষ্টার অভিযোগ, ৭ দিনেও খুঁজে পেল না পুলিশ


লকডাউনের মাঝে সমস্ত কিছু বন্ধ। সকলের চিন্তা এখন একটাই, কিভাবে করোনা ভাইরাসকে মোকাবিলা করা যায়। আর এরই মাঝে ক্রমশ বিতর্ক তৈরি হচ্ছে নানা বিষয় নিয়ে। এমতাবস্থায় তৃনমূলের এক হেভিওয়েট নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। তাও যেনতেন নয়, এক ভয়ঙ্কর অভিযোগে দুষ্ট হয়েছেন কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন।

অভিযোগ, গত সাতদিন আগে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। যার ফলে এখন ক্রমশ অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য, গত 3 মে নূর আলম হোসেনের বিরুদ্ধে এক স্কুল শিক্ষিকাকে ধর্ষন করে ও পরে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। আর এরপর থেকেই বিতর্ক ছড়ায়। জানা যায়, এই নূর হোসেন আলম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ এবং সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই ঘটনার পর থেকেই ওই শিক্ষিকা সেই নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তবে এখনও পর্যন্ত সেই তৃণমূল নেতাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কিন্তু এই ব্যাপারে সেই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি তথা মন্ত্রী বিনয়কৃষ্ন বর্মন। এদিন তিনি বলেন, “তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মারাত্মক। দলের নীতি আদর্শের বিরোধী। সাত দিনের মধ্যে তার জবাব তলব করা হয়েছে। উত্তরে সন্তুষ্ট না হলে দল থেকে তাকে বহিস্কার করা হবে।”

এদিকে তাকে চক্রান্ত করেই ফাসানো হয়েছে বলে দাবি করেন অভিযুক্ত তৃনমূলের জেলা পরিষদের সদস্য নুর আলম হোসেন। এখন কেন একজন নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠার পরেও কেন ব্যাবস্থা নেওয়া হচ্ছে না, শুধুমাত্র তৃণমূল নেতা বলেই কি ছাড় পেয়ে যাচ্ছে! এখন এই প্রশ্নই তুলতে শুরু করেছে রাজনৈতিক মহল। উত্তরবঙ্গ জুড়ে জল্পনা, বিরোধীদের বিরুদ্ধে সামান্য অভিযোগ উঠলেও পুলিশের অতি সক্রিয়তা দেখা যায়! অথচ শিক্ষিকাকে ধর্ষণ ও খুনের চেষ্টার মত গুরুতর অভিযোগ সত্ত্বেও – কেন পুলিশ এখনও তৃণমূল নেতার নাগাল পেল না?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!