এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজস্থানের স্থানীয় নির্বাচনের ফল দেখিয়ে দিল বিধানসভায় লড়াই সমানে-সমানে

রাজস্থানের স্থানীয় নির্বাচনের ফল দেখিয়ে দিল বিধানসভায় লড়াই সমানে-সমানে


এ বছরের শেষের দিকে বিজেপির হাতে থাকা দুই বড় রাজ্যে বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের আগে এই বিধানসভা নির্বাচনগুলিই শেষ নির্বাচন হতে চলায় – এই দুই রাজ্য নিয়েই সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দলগুলির আগ্রহ তুঙ্গে। বিশেষ করে দুই রাজ্যেই দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার একটা ইঙ্গিত অনেক সমীক্ষা থেকে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, লোকসভা নির্বাচনের আগে এই দুই রাজ্য গেরুয়া শিবিরের ভরাডুবি হলে – বিরোধী শিবির আরো বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে লোকসভা নির্বাচনে যাবে, যা নিঃসন্দেহে ঘুম ওড়াবে নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটির। এই অবস্থায় সামনে এল রাজস্থানের স্থানীয় নির্বাচনের লড়াইয়ের ফলাফল – যা দেখিয়ে দিচ্ছে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি-কংগ্রেসে টক্কর হতে চলেছে সমানে-সমানে।

জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও নাগরপালিকা মিলে রাজস্থানের ২৭ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৩ টি, অন্যদিকে কংগ্রেসের ঝুলিতে ১১ টি। মাধোপুর জেলার একটি মাত্র জেলা পরিষদ আসন গেছে কংগ্রেসের ঝুলিতে। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে বিজেপি পেয়েছে ১১ টি, কংগ্রেস পেয়েছে ৫ টি। আর নগরপালিকার ৯ টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ৫ টি আর বিজেপির ঝুলিতে ২ টি আসন, বাকি দুটি আসন অন্যান্যদের ঝুলিতে। রাজস্থানের সাম্প্রতিককালে হয়ে যাওয়া একের পর এক উপনির্বাচনে কংগ্রেসের কাছে ধাক্কা খেতে হয়েছে গেরুয়া শিবিরকে। আর তারপরে এই ফলে স্বভাবতই খুশির হাওয়া গেরুয়া নেতাদের মধ্যে। তাঁদের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের এই ফল প্রমাণ করছে সরকারের উপর মানুষের আস্থা রয়েছে। কংগ্রেসের অপপ্রচার সত্ত্বেও ফের ক্ষমতায় আসতে চলেছে গেরুয়া শিবির। পাল্টা দিয়েছে কংগ্রেস শিবিরও। তাঁদের বক্তব্য, শহরাঞ্চলের ফলাফলেই বোঝা যাচ্ছে শিক্ষিত যুব সমাজ বিজেপিকে ছেড়ে কংগ্রেসের দিকে ঝুঁকছে। ফলে সবমিলিয়ে আর কয়েক মাসের মধ্যেই হতে চলা বিধানসভা নির্বাচন নিয়ে কোমর বেঁধে নেমে পড়ল যুযুধান দুই পক্ষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!