রাষ্ট্রপতি শাসন নিয়ে এবার মুখ খুলল তৃণমূল কলকাতা তৃণমূল রাজনীতি রাজ্য December 16, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই বাংলার আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে একের পর এক অভিযোগ জানিয়ে আসছে গেরুয়া শিবির। একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে সেই অভিযোগের ধার যে আরও বেড়েছে, সেকথা বলাইবাহুল্য। আর এই আইন শৃঙ্খলার অবনতির কারণে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া প্রয়োজন, সে কথাও বহুবার বলেছে গেরুয়া শিবিরের বিভিন্ন নেতা-নেত্রী। কিন্তু এবার রাষ্ট্রপতি শাসন জারি হওয়া নিয়ে মুখ খুলল রাজ্যের শাসক দল তৃণমূল। এ প্রসঙ্গে তৃণমূল নেতা সৌগত রায় এদিন একহাত নিলেন রাজ্যের বিরোধী দল বিজেপিকে। এদিন তৃণমূলের মুখপাত্র সৌগত রায় স্পষ্ট ভাষায় জানান, রাষ্ট্রপতি শাসন জারি হলে সুবিধা হবে রাজ্যের শাসক দলের। বিজেপির ওপরেই মানুষ ক্ষেপে যাবে বলে দাবি করেন সৌগত রায়। এছাড়াও তিনি বলেন, বিজেপির তিন নেতা তিন রকম কথা বলছেন। প্রসঙ্গত, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি কিংবা 356 ধারার পক্ষে রাজি নন। অন্যদিকে কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায় দুজনেই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তুলেছেন জোর গলায়। এ প্রসঙ্গে সম্প্রতি সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা এই দাবিকে আরো জোরদার করে তুলেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সৌগত রায় দাবি করেছেন, গত নয় বছরে বাংলায় কোনো রকম বড় ঘটনা ঘটেনি। খুনোখুনি রাজনীতিতে যা হচ্ছে তার আমদানি করেছে বিজেপি। চারিদিকে অশান্তি লাগিয়ে বিজেপি তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে চাইছে বলে জানান তৃণমূল নেতা, পাশাপাশি তিনি আরও বলেন, রাজ্যে বিজেপি ধর্মীয় বিভাজন করতে চাইছে। এমন কিছু কাজ করে চলেছে বিজেপি যাতে পুলিশকে রীতিমত প্ররোচনা দেওয়া হচ্ছে। অন্যদিকে পুলিশ অত্যন্ত ধৈর্য ধরে কাজ করছেন বলে জানান তৃণমূল নেতা। একইসাথে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের আন্দোলন, লড়াই করার পর আজকে তৃণমূল বাংলার ক্ষমতায় এসেছে। বিজেপি বাংলার ক্ষমতা দখল করতে চাইলেও কাজটা এত সহজ হবে না বলেই দাবি সৌগত রায়ের। বিভিন্ন সময়ে বিজেপি নেতাদের বাংলার মনীষীদের নিয়ে ভুল তথ্য দিতে শোনা যায়। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - সে প্রসঙ্গ তুলেও তৃণমূল নেতা সৌগত রায় এদিন তীব্র কটাক্ষ করেন গেরুয়া শিবিরের প্রতি। অন্যদিকে রাজ্যে বর্তমানে 10 বছরের উন্নয়ন নিয়ে তৃণমূল শিবিরের রিপোর্ট কার্ড প্রকাশ হয়েছে। সেই নিয়েও সৌগত রায় জানান, মানুষের কাছে 10 বছরের রিপোর্ট কার্ড পৌঁছে যাচ্ছে। অন্যদিকে কলকাতা পুরসভা প্রশাসকমন্ডলীর প্রধান ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এদিন জানিয়েছেন, বাংলায় যদি বিজেপি 356 ধারা জারি করে তাহলে বাংলার মানুষ তা কোন মতেই মেনে নেবেনা। সাম্প্রদায়িক রাজনীতি বাংলায় চলেনা বলে কড়া ভাষায় জানান তিনি। পাশাপাশি তিনি দাবি করেন, বিজেপি বড় ধরনের গোলমাল বাধাতে চাইছে রাজ্যে। পুলিশকে প্ররোচনা দেওয়ার অভিযোগ সৌগত রায়ের মত ফিরহাদ হাকিমও করেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রশাসন ধৈর্য ধরে কাজ করছে সে কথা জানান ফিরহাদ হাকিম। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বাংলা বঞ্চনা নিয়ে এদিন আবারও তোপ দাগেন রাজ্যের পুরমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিতে চাইছে। অন্যদিকে নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে বিজেপি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়াচ্ছে বলে দাবি করেন এদিন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তবে এক কথায় তিনি জানিয়ে দিয়েছেন, দলের মুখ একজনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই সকলে তার নির্দেশে কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও তাই করবে। বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে রাজ্যজুড়ে একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে জোরদার লড়াই শুরু হয়েছে। রাজ্যের প্রতিটি দল অবতরণ করেছে রাজনৈতিক ময়দানে। পাল্লা দিয়ে চলছে প্রচার পর্ব। তবে তার মধ্যেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে বারংবার রাজ্য সরকারের অক্ষমতা দাবি করে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে আওয়াজ তোলা হচ্ছে রাজ্যের গেরুয়া শিবিরের পক্ষ থেকে। আর এবার সেই দাবির পরিপ্রেক্ষিতে আর চুপ থাকেননি তৃণমূল নেতারা। তাই এবার স্পষ্ট ভাষায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে তৃণমূলের পক্ষ থেকেও একগুচ্ছ কড়া বার্তা দিয়ে রাখা হলো গেরুয়া শিবিরের প্রতি। আপনার মতামত জানান -