এখন পড়ছেন
হোম > অন্যান্য > পথ দেখিয়েছে রাশিয়া! এবার করোনা ভ্যাক্সিন নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিচ্ছে ভারতও? জানুন বিস্তারে

পথ দেখিয়েছে রাশিয়া! এবার করোনা ভ্যাক্সিন নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিচ্ছে ভারতও? জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে করোনা ভাইরাস ভারতবর্ষে ভয়াবহ আকার ধারণ করেছে। সব থেকে বড় আশঙ্কার কারণ, এখনও পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়নি। মাঝে জল্পনা ছড়িয়েছিল যে, 15 আগস্ট লালকেল্লা থেকে এই করোনা প্রতিষেধক আবিষ্কারের কথা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তারপরে সেই ঘটনা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের ডিজি বলরাম ভার্গবের সরকারি চিঠির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী 15 আগস্ট তা ঘোষণা করবেন বলে নানা মহলে গুঞ্জন তৈরি হয়।

তবে পরবর্তীতে তেমন কোনো চমক দেখা যায়নি। কিন্তু এবার সেই বলরামের ভার্গবের একটি মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সূত্রের খবর, এদিন তিনি জানিয়েছেন, ভারতে তৈরি 2 সম্ভাব্য প্রতিষেধকের দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল প্রায় শেষের মুখে। সরকার চাইলে জরুরী ভিত্তিতে এখনই ছাড়পত্র দিতে পারে। তাহলে কি করোনা ভাইরাসকে বধ করতে ভারতের পক্ষ থেকে যে প্রতিষেধক, সেই প্রতিষেধক তৈরীর কাজ প্রায় শেষের মুখে? বলরাম ভার্গবের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখন আবার নতুন করে আশা তৈরি হয়েছে গোটা দেশজুড়ে। সূত্রের খবর, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন বলরাম ভার্গব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেখানেই তিনি বলেন, “দেশের দুটি সম্ভাব্য প্রতিষেধকের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ প্রায় শেষ। সাধারণত ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় বা চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা শেষ হতে নূন্যতম 6 থেকে 9 মাস লাগে। কিন্তু কেন্দ্রীয় সরকার চাইলে জরুরী ভিত্তিতে ছাড়পত্র দেওয়ার কথা ভাবতে পারে।” আর এই ঘটনাতেই নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে গোটা দেশজুড়ে। যে করোনা ভাইরাসের বৃদ্ধি নিয়ে চিন্তিত সকলে, সেখানে যদি সত্যি সত্যিই বলরাম ভার্গবের এই কথা সত্যি হয়, তাহলে আশার কারণ হবে। কিন্তু অতীতের মত যদি বলরাম ভার্গবের এবারের মন্তব্যেও জল পড়ে যায়, তাহলে তা দুর্ভাগ্যজনক বলেই বিবেচিত হবে সকলের কাছে। এমনিতেই মানুষ অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছে।

লকডাউনের মধ্যে রুজিরুটির ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছেন সকলে। অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাই এই পরিস্থিতিতে করোনা ভাইরাসকে আয়ত্তের মধ্যে নিয়ে আনতে গেলে প্রতিষেধক আবিষ্কার হওয়া অত্যন্ত জরুরী, প্রতিটি দেশ সেই চেষ্টা করছে। কিন্তু এবার ভারতের পক্ষ থেকে বলরাম ভার্গবের এই মন্তব্য যদি বাস্তব হয়, তাহলে তার সকলের ক্ষেত্রে প্রত্যাশার কারণ হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন সকলে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!