এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার রাস্তা দেখে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়।

এবার রাস্তা দেখে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের বিভিন্ন স্থানে রাস্তার বেহাল দশা নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের একাধিক বেহাল রাস্তার সংস্কার ও নতুন পথ নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রী পথশ্রী অভিযান শুরু করেছেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থা থেকে মুক্তি মিলছে না। সম্প্রতি নলহাটিতে জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। রাস্তার বেহাল অবস্থা দেখে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তিনি প্রশ্ন করলেন, রাস্তা খারাপের ফলে যদি দুর্ঘটনা ঘটে, তবে এর জন্য কে দায়ী হবে? ইতিপূর্বে গত ১৯ সেপ্টেম্বর লোকসভার অধিবেশনে এই রাস্তার বেহাল দশার কথা তিনি তুলে ধরেছিলেন।

প্রসঙ্গত রানীগঞ্জ-মোড়গ্রাম জাতীয় সড়কের বিভিন্ন স্থানে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। বিশেষত নলহাটি থেকে মোড়গ্রাম পর্যন্ত ২৩ কিলোমিটার রাস্তা একেবারেই বেহাল হয়ে পড়েছে। রাস্তার পিচ, পাথর উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে বারবার ঘটছে দুর্ঘটনা। ভাঙাচোরা রাস্তার মধ্যে যানবাহন চলাচলের ফলে ধুলোয় জেরবার হচ্ছে মানুষ।

প্রসঙ্গত গত শনিবার রানীগঞ্জ-মোড়গ্রাম জাতীয় সড়কের নাকপুর চেকপোস্টের কাছে গর্তে চাকা আটকে গিয়ে একটি যাত্রীবোঝাই বাস উল্টে যায়। ৩০ জন যাত্রী আহত হন। এই রাস্তার বেহাল অবস্থা নিয়ে বারবার সরব হয়েছে মানুষ। একাধিকবার অবরোধ, আন্দোলন দেখা দিয়েছে ।কিন্তু এরপরও রাস্তার সংস্কার হয়নি বলে অভিযোগ উঠেছে। এই সড়কের বেহাল অবস্থা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ হলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তিনি দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানালেন।

সম্প্রতি লোহাপুরের কাঁটাগড়িয়া গ্রামে নলহাটি ২ ব্লক পর্যায়ের তৃণমূল কার্যালয়ে একটি কর্মী সম্মেলনে যোগ দিতে এসেছিল শতাব্দি রায়। তৃণমূল সাংসদ এই বেহাল রাস্তা দিয়েই এসেছিলেন। সেদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক তৃনমূল সভাপতি বিভাস অধিকারী সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তৃণমূল নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাস্তার এই বেহাল দশা সম্পর্কে তিনি এই বৈঠকে জানালেন, ” রাস্তা জনগণের জন্য। দুর্ঘটনা এড়াতে আমরা হেলমেট পরতে বলছি। কিন্তু, রাস্তা খারাপের জন্য দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? ” এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ” ওভারলোড বন্ধ হওয়া উচিত। ওভারলোডের কারণেই রাস্তা খারাপ হচ্ছে। ওভারলোড বন্ধ করতে জেলাশাসক পদক্ষেপ নিলে ভালো হয়। তবে, সংস্কারেও গুণগত মান বজায় রাখা উচিত। তাহলে রাস্তা ভালো থাকবে।”

তবে দলের সদস্যদের তিনি জানালেন, দেশজুড়ে করোনা সংক্রমনের কারণে কেন্দ্রীয় সরকার দু’বছরের জন্য এমপি ল্যাডের টাকা বন্ধ করে রেখেছে। ফলে উন্নয়নের কাজে বাধা পড়ছে। তবে তিনি দলীয় সদস্যদেরকে সমষ্টিগত উন্নয়নের চাহিদাগুলি দলের কাছে জানাতে বলেছেন। এমপি ল্যাডের টাকা পেলেই উন্নয়নের কাজে হাত দেওয়া হবে। তিনি আরও জানান যে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতেরও কিছু কাজ রয়েছে। এরপর মুরারইয়ের নতুনবাজার মোড়ে এমপি ল্যাডর অর্থে নির্মিত হাই মাস্ট লাইট এর উদ্বোধন করলেন তিনি। এরপর পাইকরের একটি কর্মী সভায় যোগ দিলেন তিনি।

আবার অন্যান্য বছরের মতো এবারেও তিনি রামপুরহাটের নবীন ক্লাবে পুজোর আগে এলেন। স্বামী মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুজো মণ্ডপে এসে প্রতিমা দর্শন করলেন। এখান থেকেই তিনি করোনার বিষয়ে সচেতন করলেন মানুষকে। এ বিষয়ে তিনি জানালেন, ” ২০২০ সালে আমাদের অনেক সমস্যার মধ্যে পেরতে হচ্ছে। মা আমাদের বাঁচিয়ে রেখেছেন। মাকে বলব, আগামীতেও আমাদের বাঁচিয়ে রাখো। তবে আমি আপনাদের বলব, এবার মণ্ডপে মণ্ডপে ঘুরবেন না। তাহলে সংক্রমণ ছড়াবে। মাকে প্রণাম করে বাড়িতেই থাকুন। “

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!