এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > রাস্তা না করার প্রতিবাদে ভোট বয়কট গ্রামবাসীদের

রাস্তা না করার প্রতিবাদে ভোট বয়কট গ্রামবাসীদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ সপ্তম দফার ভোট গ্রহণের দিনে অনুন্নয়ন তথা রাস্তা না হওয়ার প্রতিবাদে ভোট বয়কট করলেন দক্ষিণ দিনাজপুর জেলার ডোমপাড়া গ্রামের বাসিন্দারা। তারা অভিযোগ করেছেন, এখানকার রাস্তা একেবারে বেহাল হয়ে পড়েছে। যে রাস্তা দিয়ে হাঁটাচলা করাই অসম্ভব হয়ে পড়ছে। নির্বাচনের প্রার্থীরা যখন গ্রামে ভোট চাইতে আসেন, তখন রাস্তা বানানোর প্রতিশ্রুতি দেন, কিন্তু শেষ পর্যন্ত কোন কাজই হয় না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একেবারে লাঠি, ঝাঁটা হাতে নিয়ে গ্রামের পথে দাঁড়িয়ে রয়েছেন গ্রামের বাসিন্দারা। তারা অভিযোগ করেছেন, তাদের গ্রামের রাস্তা মেরামত করা হয়নি। এমনকি, গ্রামের কোনো উন্নতি পর্যন্ত হয়নি, এ কারণেই তারা ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। কাউকেই তারা ভোট দিতে যেতে দেবেন না বলে জানিয়েছেন। আজ দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভা কেন্দ্রের ১৪৪ নম্বর বুথ ডোমপাড়া গ্রামে এমন চিত্রই চোখে পড়ছে।

গ্রামবাসীরা অভিযোগ করেছেন, বৃষ্টির সময় এই রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে পড়ে। কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া যায় না। ঘাড়ে করে রোগীকে নিয়ে যেতে হয়। তাই পাকা রাস্তার প্রতিশ্রুতি না দেওয়া হলে, তারা ভোট বয়কট ও অবরোধ জারি রাখবেন বলে জানিয়েছেন। গ্রামের মহিলাদের অভিযোগ , যারা ভোট চাইতে আসেন, তারা প্রতি বার কথা দেন যে, রাস্তা বানিয়ে দেবেন। কিন্তু আজ পর্যন্ত রাস্তা বানানো হয়নি। কুড়ি বছর ধরে এভাবেই তাদের ঠকানো হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!