এখন পড়ছেন
হোম > রাজ্য > রাস্তা তো নয়, যেন খাল! পিচ পলেস্তারা উঠে গিয়ে বিপদজনক অবস্থায় বাগনান – মানকুরের গুরুত্বপূর্ণ রাস্তা।

রাস্তা তো নয়, যেন খাল! পিচ পলেস্তারা উঠে গিয়ে বিপদজনক অবস্থায় বাগনান – মানকুরের গুরুত্বপূর্ণ রাস্তা।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাওড়া জেলার বাগনান থেকে মানকুর পর্যন্ত বিস্তৃত ১৩ কিলোমিটারের পথটি অত্যন্ত বিপদজনক অবস্থায় পড়ে আছে। স্থানে স্থানে রাস্তার পিচ উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। আর সেই গর্তে জমে গেছে বৃষ্টির জল। সমস্ত কিছু নিয়ে এ পথ যেন আর পথ নয়, চেহারা নিয়েছে একটি ছোটখাটো খালের। এই ভয়াবহ পথে চলতে গিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন নিত্যযাত্রীরা।রাস্তার হাল এমন হয়ে গেছে এই রাস্তা দিয়ে গাড়ি করে চলা যেমন বিপদজনক, তেমনি ঝুঁকিপূর্ণ পায়ে হেঁটে যাওয়া। বাগনান থেকে মানকুর গামী এই পথটি বাগনানের একটি বিশেষ গুরুত্বপূর্ণ পথ।

বাগনানের দেউলগ্রাম গ্যারেজে থেকে  এই পথের একটি অংশ পর্যন্ত বিস্তৃত অপর অংশটি বাগনান থেকে কুলিয়াঘাট পর্যন্ত প্রসারিত। এই পথ দিয়ে বাগনান-কুলিয়া, বাগনান-বাকসি, বাগনান-মানকুর, বাগনান-কল্যাণপুর পর্যন্ত অসংখ্য ছোট ছোট গাড়ি, অটো, বাস নিত্য চলাচল করে থাকে। বাগনান থেকে জয়পুর গামী অনেক বেসরকারি বাস প্রতিদিন এই পথে চলাচল করছে। বেহাল এই পথে যাত্রীরা সবসময়ই দুর্ঘটনার আশঙ্কা নিয়েই যাতায়াত করছেন।

এই পথটি বিভিন্ন রুটের নিত্যযাত্রীদের জন্য একটি ব্যস্ততম পথ। এই পথ ধরে হাওড়া হুগলি ও পশ্চিম মেদিনীপুরের বহু লোক প্রতিদিন যাতায়াত করছেন। হুগলির বিভিন্ন স্থান থেকে জয়পুরের বাসে উঠে বাগনানে এসে ট্রেন ধরে থাকেন বহু মানুষ। কিন্তু এখন ট্রেন চলাচল বন্ধ থাকায় বাগনান ওয়াচে মুম্বাই রোড ধরে দূরপাল্লার বাসে উঠতে দেখা যায় অনেক মানুষকে। আবার পশ্চিম মেদিনীপুরের গোপিগঞ্জ এলাকা থেকে অনেক মানুষ ভুটভুটি চেপে রূপনারায়ণ, মুণ্ডেস্বরী নদী পারাপার হয়ে মানকুর ঘাট ও কুলিয়াঘাট পৌঁছে সেখান থেকে ছোট গাড়িতে ছোড়ে পৌঁছান বাগনান। শুধু গাড়িই নয় প্রতিদিন বাইক চড়েও এই রাস্তায় চলাচল করেন অনেকে। রাস্তার এই অবস্থায় সকলকেই নিজেদের প্রাণ হাতে নিয়ে, ইষ্টনাম জপতে জপতে রাস্তা পারাপার করতে হয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত বাগনানের এই পথের বেশ কিছুটা অংশ হাওড়া জেলার আমতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। আমতা বিধানসভা কেন্দ্রের কংগ্রেসী বিধায়ক অসিত মিত্র পথির এমন বেহাল অবস্থা সম্পর্কে জানিয়েছেন, ” এখানকার বহু মানুষ এই রাস্তা নিয়ে ক্ষুব্ধ। আমি নিজেও এই রাস্তা দিয়ে বিধানসভা এবং বিভিন্ন এলাকায় যাতায়াত করি। বেহাল রাস্তার জন্য গাড়িতে যেতে বেশ ভয় লাগে। পূর্ত (সড়ক) দফতরের সঙ্গে একাধিকবার কথা বলেছি। তারা দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছে। কিন্তু কবে কাজ শুরু হবে বুঝতে পারছি না। বর্ষা নেমে যাওয়ায় রাস্তার হাল আরও খারাপ হয়েছে।’’

অন্যদিকে এই বেহাল রাস্তা সম্পর্কে হাওড়া জেলার গ্রামীণ যুব তৃণমূল সভাপতি সুকান্ত পালের বক্তব্য, ” দিদিকে বলো কর্মসূচিতে নিত্যযাত্রীরা রাস্তাটি মেরামতির দাবি জানিয়েছিলেন। অনেকে আমাদের কাছেও একই দাবি করেছিলেন। পূর্ত (সড়ক) দফতর জানিয়েছে, রাস্তার কাজ শীঘ্রই শুরু হবে।’’

প্রসঙ্গত হাওড়া বাগনান এর এই সড়কটি রাজ্যের পূর্ত দপ্তরের হাওড়া ডিভিশনের অধীনস্থ। হাওড়া ডিভিশনের জনৈক আধিকারিক এ প্রসঙ্গে জানিয়েছেন, বেহাল এই পথটির মেরামতির জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই এই কাজের টেন্ডার পাশ হতে চলেছে। আর এর পরেই অতি দ্রুত এই রাস্তার মেরামতির কাজ শুরু করা হবে। কবে এই রাস্তা মেরামত হবে সেদিকেই চোখ সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!