এখন পড়ছেন
হোম > রাজ্য > রাস্তায় বেরোলেই মাস্ক, না হলে কড়া ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের!

রাস্তায় বেরোলেই মাস্ক, না হলে কড়া ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতবর্ষে আছড়ে পড়েছে। যার প্রভাব পড়েছে বাংলায়। নির্বাচন চলার কারণে বাংলায় হু হু করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস। যা আটকাতে এখন রীতিমত প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছে রাজ্য প্রশাসনের। আর এই পরিস্থিতিতে যখন দিনকে দিন ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে, ঠিক তখনই কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার।

প্রায় এক বছর আগে করোনা ভাইরাস যখন ভয়াবহ আকার ধারণ করেছিল, তখন মানুষ রাস্তায় বেরোলে যাতে মাস্ক পড়েন, তার জন্য বাধ্যতামূলক নির্দেশিকা জারি করেছিল নবান্ন। আর এবার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময় ফের আরও একবার সেই নির্দেশিকা জারি করা হল।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর 23 জুন এই ব্যাপারে একটি নির্দেশিকা জারি করে মাস্ক পরা বাধ্যতামূলক করেছিল নবান্ন। কিন্তু করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ ভয়াবহ আকার ধারণ করতেই এবার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ফিরিয়ে আনতে ফের আরও একবার করা নির্দেশিকা জারি করা হল। সূত্রের খবর, শনিবার নবান্নের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, রাস্তায় বেরোলে মাস্ক পড়তে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। তবে যদি এই নির্দেশ কেউ না মানেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। অর্থাৎ এক বছর আগে যেভাবে কড়া নির্দেশ বেঁধে দিয়েছিল রাজ্য প্রশাসন, এবার আবারও করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করার সময় সেই একই পন্থায় হাঁটতে হলেও নবান্নকে।

বলা বাহুল্য, বর্তমানে বাংলায় করোনা ভাইরাসের দৈনিক আক্রান্ত সংখ্যা প্রায় 14,000 পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে 59 জন ব্যক্তির। আর এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত বেশ কিছু জেলায় নির্বাচন বাকি রয়েছে। স্বাভাবিক ভাবেই প্রচার প্রক্রিয়ায় জমায়েত যাতে না হয়, তার জন্য বেশকিছু নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। কিন্তু তার পরেও হু হু করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস। আর এই অবস্থায় সামাজিক দূরত্ব পালন এবং মাস্ক পড়ে যাতে সাধারণ মানুষ বাইরে বের হন, তার জন্য নির্দেশিকা জারি করে দিল নবান্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!