রাস্তার বেহাল দশা, জমা জলে স্নান করে প্রতিবাদ বিক্ষোভে বিজেপি! বিজেপি রাজনীতি রাজ্য হাওড়া-হুগলি August 2, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে কোনো পরিষেবাই সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম নয় এই সরকার। তেমনটাই অভিযোগ বিরোধীদের। বারবার বিভিন্ন জায়গায় ঘটা করে রাস্তা তৈরি করছে। কিন্তু সেই রাস্তার পিচ কোথাও উঠে যাচ্ছে, আবার কোথাও বা বর্ষার মধ্যে রাস্তায় জমে যাচ্ছে এক হাঁটু জল। আর সেই রকম ঘটনার প্রতিবাদেই আজ অভিনব বিক্ষোভে নেমে পড়লো বিজেপি। সূত্রের খবর, এদিন হুগলির দাদপুরে বেহাল রাস্তার চিত্র সামনে আসে। যেখানে হারিট থেকে বিলাতপুর পর্যন্ত রাস্তার জরাজীর্ণ রূপ রেখে রীতিমত প্রতিবাদে নেমে পড়ে বিজেপি। এদিন রাস্তায় জমা জল দেখে বিজেপির পক্ষ থেকে অভিনব প্রতিবাদ করা হয়। যেখানে সেই জমা জলে স্নান করে বেহাল রাস্তা সারাইয়ের দাবি তোলে গেরুয়া শিবিরের নেতাকর্মীরা। স্বাভাবিকভাবেই বিজেপির এই প্রতিবাদ রীতিমত অস্বস্তি তৈরি করেছে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে শাসক দলের অন্দরে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -