এখন পড়ছেন
হোম > জাতীয় > রাষ্ট্রপতির সাথে বৈঠকে জাগদীপ ধনকার, গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে জল্পনা!

রাষ্ট্রপতির সাথে বৈঠকে জাগদীপ ধনকার, গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তৃতীয় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে লাগাতার হিংসা নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল জাগদীপ ধনকার। গোটা বিষয় কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। যার পরিপ্রেক্ষিতে রাজ্য বনাম রাজ্যপালের দ্বন্দ্ব নজরকাড়া বিষয় হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। আর এই পরিস্থিতিতে শাসকদলের উদ্বেগ বাড়িয়ে দিল্লি সফর করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার।

ইতিমধ্যেই এক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তিনি। আর এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার। স্বাভাবিক ভাবেই এই বৈঠককে কেন্দ্র করে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে গোটা রাজ্যজুড়ে।

সূত্রের খবর, আজ টুইটে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা জানিয়ে দেন রাজ্যপাল জাগদীপ ধনকার। আর তারপরই বেশকিছু বিষয় নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। একাংশ বলছেন, হিংসার ঘটনা নিয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে পারেন রাজ্যপাল। কেননা ইতিমধ্যেই বিজেপি এবং রাজ্যপাল মিলে তৃণমূল সরকারকে চাপে ফেলার জন্য সর্বভারতীয় ক্ষেত্রে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাস্ট্রপতির কাছে নালিশ যাচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের‌। এক্ষেত্রে রাজ্যপালের দিল্লি সফরের পেছনে যে বড় কারণ রয়েছে, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার রাষ্ট্রপতির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যপালের সাক্ষাৎ রীতিমত খবরের শিরোনামে উঠে এসেছে। একাংশের দাবি, যেভাবে রাজ্যে হিংসা বাড়তে শুরু করেছে, তাতে তৃণমূল সরকারের বিড়ম্বনা বাড়িয়ে দিয়ে রাষ্ট্রপতির কাছে বড় অভিযোগ করতে পারেন রাজ্যপাল। যা তৃণমূল কংগ্রেস সরকারের ক্ষেত্রে খুব একটা স্বস্তিদায়ক হবে না বলেই মনে করা হচ্ছে। যদিও বা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে কি বিষয়ে কথা বলবেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান, তা জানা যায়নি।

একাংশ বলছেন, বাংলার বিধানসভা নির্বাচনের পর হিংসার ঘটনার কথা তুলে ধরে যেমন বিরোধী দল বিজেপি সরব হয়েছে, ঠিক তেমনই দেশের একাধিক বিশিষ্টজনেদের চিঠি গেছে রাষ্ট্রপতির কাছে। এক্ষেত্রে বাংলার হিংসা নিয়ে সকলেই রাষ্ট্রপতি দৃষ্টি আকর্ষণ করেছেন। যা তৃণমূল সরকারের অস্বস্তি ক্রমশ বাড়িয়ে দিয়েছে। আর এই পরিস্থিতিতে রাজ্যপালের দিল্লি সফর নিয়ে তৈরি হয়েছিল গুঞ্জন।

কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি রাজ্যপাল কি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, তা নিয়ে তৈরি হয়েছিল বড় প্রশ্ন। আর এই পরিস্থিতিতে নিজের টুইটে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার কথা জানিয়ে দিলেন জাগদীপ ধনকার। তবে আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ঠিক কি কি বিষয়ে আলোচনা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কিছু বলেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!