এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাত পোহালেই বিজেপি গড়ে পা অভিষেকের, তুলোধোনা দিলীপের!

রাত পোহালেই বিজেপি গড়ে পা অভিষেকের, তুলোধোনা দিলীপের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন, এবার আর কথার কথা নয়। ভিন রাজ্যে সংগঠনকে বিস্তার লাভ করতে এবং সাফল্য পেতে তিনি কাজ শুরু করে দেবেন। আর সেই মতো করেই এবার ত্রিপুরা দিয়ে অন্যান্য রাজ্যে দলের আধিপত্য বিস্তারের কাজ শুরু করে দিতে উদ্যোগী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আইপ্যাকের কর্মীদের আটক করা নিয়ে ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস‌। পশ্চিমবঙ্গের একাধিক নেতা, মন্ত্রী এবং জনপ্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন ত্রিপুরাতে। আর এবার সেই ত্রিপুরাতে পা রাখতে চলেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগামীকাল সোমবার তিনি ত্রিপুরা সফরে যাচ্ছেন। তবে তার আগে সরগরম হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফর করে দলকে আরও বেশি করে চাঙ্গা করতে এবং আগামী দিনে বিধানসভা নির্বাচনে যাতে ত্রিপুরাতে দল ক্ষমতা দখল করে, তার জন্য ব্লু প্রিন্ট তৈরি করবেন বলেই মনে করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে তৃণমূলের শীর্ষনেতার এই ত্রিপুরা সফর নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, সোমবার আগরতলায় যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। মূলত, আগামী দিনে কিভাবে ত্রিপুরাতে কাজ করা হবে, সেই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফর বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই দলের শীর্ষ নেতার ত্রিপুরা সফর নিয়ে আশাবাদী হয়ে উঠেছে নেতা কর্মীরা। তবে তৃণমূলকে বারবার “আঞ্চলিক দল” বলে কটাক্ষ করা ভারতীয় জনতা পার্টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। যার জেরে পাল্টা এই ব্যাপারে তৃণমূল নেতার এই ত্রিপুরা সম্পর্কে নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, “ত্রিপুরায় তৃণমূলের কিছু নেই। বাংলার বাইরে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গে তৃতীয়বার ক্ষমতা দখল করার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে সর্বভারতীয় ক্ষেত্রে বিস্তারলাভ করানোর আপ্রাণ চেষ্টা করছেন। সেদিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তরুণ তুর্কি মুখকে দলের সেকেন্ড-ইন-কমান্ড করে বিজেপি বিরোধী রাজ্যগুলোতে যাতে কিছুটা হলেও থাবা বসানো যায়, সেই চেষ্টা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। যার ফলস্বরুপ পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা এখন যে তৃণমূলের প্রধান টার্গেট, তা নেতৃত্বের তৎপরতার মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে। তবে এই গোটা বিষয়টিকে কোনোভাবেই গুরুত্ব দিতে নারাজ ভারতীয় জনতা পার্টি।

আর সেই কারণেই ত্রিপুরাতে গিয়ে লাভের লাভ কিছুই হবে না বলে মন্তব্য করে তৃণমূলকে চাপের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করলেন দিলীপ ঘোষ। তবে তৃণমূলের একাংশের দাবি, কিছুদিন পরেই দিলীপবাবুরা বুঝতে পারবেন, ত্রিপুরাতে তাদের ক্ষমতা যেতে বসেছে। বাংলায় ক্ষমতা দখল করার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে। আর এবার ত্রিপুরার ক্ষমতা তাদের হাতছাড়া হয়ে যাবে। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরকে ঘিরে এখন রীতিমত সরগরম বঙ্গ রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!