এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > রথযাত্রা করেও এড়ানো গেলনা ভাঙন, বড়সড় বিপর্যয়ের মুখে গেরুয়া শিবির

রথযাত্রা করেও এড়ানো গেলনা ভাঙন, বড়সড় বিপর্যয়ের মুখে গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভার নির্বাচনে লড়াই জমে উঠেছে রাজ্যে। রাজ্যের প্রতিটি দল ময়দানে তৈরি হয়ে নেমে পড়েছে। তবে মুখ্য প্রতিপক্ষ হিসেবে লড়াই চালাচ্ছে তৃণমূল এবং বিজেপি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে নদীয়া জেলার ভোটব্যাঙ্ককে আরো নিবিড় করতে নবদ্বীপ থেকে শুরু হয়েছে গেরুয়া শিবিরের পরিবর্তন রথযাত্রা। এই পরিবর্তন যাত্রার উদ্বোধন করেছেন স্বয়ং সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। কিন্তু রথ ছুটলেও গেরুয়া শিবিরের ব্যাপক ভাঙ্গন কিন্তু রোখা গেলনা। আর তাই নিয়ে এবার যথারীতি গেরুয়া শিবিরের চিন্তার ভাঁজ আরও চওড়া হল বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি বাম শিবিরেও ধরেছে ভাঙ্গন। জানা গেছে, শনিবার রানাঘাটের প্রায় দেড়শ বিজেপি কর্মী সমর্থক যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। শুধু গেরুয়া শিবিরের থেকেই নয়, বাম শিবির থেকেও প্রায় 100 জন সিপিএম কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে। যথারীতি এই ঘটনা তৃণমূল শিবিরে যে যথেষ্ট আত্মবিশ্বাস জোগাবে সে ব্যাপারে একমত রাজনৈতিক মহল। কারণ তৃণমূল শিবিরের ভাঙন এখন রাজনৈতিক মহলের পাশাপাশি আম জনতারও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, লোকসভা ভোটের ফলাফলের নিরিখে কিন্তু রানাঘাট অঞ্চলে গেরুয়া শিবির এগিয়ে অনেকটাই।

তবে নবদ্বীপ অঞ্চলকে গেরুয়া ম্যাপে ঢোকাতে গেরুয়া শিবিরের পক্ষ থেকে পরিবর্তন যাত্রার সূচনা হয় এখান থেকেই। পাশাপাশি নবদ্বীপ থেকেই তৃণমূল শিবিরের বিরুদ্ধেও চড়া সুরে আওয়াজ তোলেন কেন্দ্রীয় বিজেপি সভাপতি। কিন্তু বিজেপির রথ নদিয়া পেরোতে না পেরোতেই এবার বড়সড় ধাক্কা গেরুয়া শিবিরে। সূত্রের খবর, রাণাঘাটের মাঝেরগ্রামের জেলা পরিষদের কর্মাধ্যক্ষের উপস্থিতিতে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন 150 বিজেপি কর্মী সমর্থক। যথারীতি তৃণমূল শিবিরে প্রবেশ করেই তাঁরা জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই তাঁরা এলেন। তবে এদিন রাণাঘাট অঞ্চলে গেরুয়া শিবিরের পাশাপাশি বাম শিবিরেও বড়োসড়ো ভাঙন দেখা দিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে এদিন প্রায় 100 জন কর্মী যোগ দিয়েছেন। তবে বাম শিবিরের ব্যাপক ভাঙনের কারণ হিসেবে উঠে আসছে বাম-কংগ্রেস জোটের প্রতি একশ্রেণীর কর্মী-সমর্থকদের অসন্তোষ। তবে লোকসভা নির্বাচনে রাণাঘাট নিয়ে যতটা নিশ্চিন্ত ছিল গেরুয়া শিবির আর থাকা সম্ভব হবে কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে গেরুয়া শিবিরের অন্দরেই। কারণ, ধীরে ধীরে রাণাঘাটসহ নদীয়ার একাধিক জেলায় দলবদলের ঘটনা সামনে আসার সাথে সাথে ক্রমশ বাড়ছে উদ্বেগ বঙ্গ বিজেপির।

বিশেষজ্ঞদের মতে, গেরুয়া শিবিরের দুর্গে ভাঙন ধরার অন্যতম কারণ হতে পারে আদি এবং নব্য নেতাদের ক্রমাগত বেড়ে চলা সংঘাত। বর্তমানে গেরুয়া শিবিরে কিন্তু দাপট দেখা যাচ্ছে তৃণমূল শিবির থেকে আসা নেতাদের। যথারীতি আদি গেরুয়া নেতারা পড়ে গেছেন পিছনের সারিতে। অন্যদিকে মতুয়াদের নিয়েও খুব একটা আশাব্যঞ্জক কিছু শোনাতে পারে নি গেরুয়া শিবির বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে এই বড়সড় দলবদল নিয়ে এখনও পর্যন্ত গেরুয়া শিবিরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!