এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রথযাত্রাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষে অশান্তির আগুন জ্বলে উঠল, আতঙ্কে এলাকাবাসী

রথযাত্রাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষে অশান্তির আগুন জ্বলে উঠল, আতঙ্কে এলাকাবাসী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভার নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যজুড়ে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক সংঘাত ক্রমশ বেড়েই চলেছে। সম্প্রতি গেরুয়া শিবির রাজ্যজুড়ে শুরু করেছে পরিবর্তন রথযাত্রা। এর আগেও বেশ কিছু জায়গায় পরিবর্তন রথযাত্রা ঘিরে অশান্তির কথা শোনা গিয়েছে। কিন্তু এবার উত্তর 24 পরগনার বসিরহাটের মালঞ্চ এলাকায় গেরুয়া শিবিরের পরিবর্তন রথযাত্রা ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল। 

বিজেপির রথ লক্ষ্য করে বোমাবাজি, ভাঙচুর চলে বলে অভিযোগও তোলা হয়েছে। এবং এই অভিযোগের আঙুল উঠেছে এলাকার তৃণমূল সমর্থকদের দিকে।অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের পার্টি অফিসে গেরুয়া শিবিরের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে। দুই পক্ষের বেশ কয়েকজন এই সংঘর্ষের ফলে আহত হয়। দীর্ঘক্ষণের চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, বিধানসভা ভোটের পরিপ্রেক্ষিতে জনসংযোগ হেতু সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার হাত ধরে পরিবর্তন যাত্রার সূচনা হয়। এরপর এই রথযাত্রাকে এগিয়ে নিয়ে গেছেন বিভিন্ন সময় কেন্দ্রীয় বিজেপি নেতারা। বর্তমানে রাজ্য বিজেপি নেতা নেত্রীরা দায়িত্ব নিয়ে এগিয়ে নিয়ে চলেছেন এই রথযাত্রা। এদিন দিলীপ ঘোষের নেতৃত্বে রথযাত্রা বেরিয়েছিল উত্তর 24 পরগনার বসিরহাটের মালঞ্চ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিযোগ উঠেছে, রথ এগোতে না এগোতেই ট্যাবলো লক্ষ্য করে বোমাবাজি শুরু হয়। ট্যাবলোর ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক বাইক মিছিল করছিলেন সেসময়। তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁদের বচসা বাধে বলে জানা গিয়েছে এবং ক্রমশ সেই বচসা হাতাহাতিতে পৌঁছে যায়। গেরুয়া শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হামলার জেরে তাঁদের এক সমর্থক ইতিমধ্যেই নিখোঁজ। গত 12 তারিখ বামেরা যেদিন বাংলা বনধ ডেকেছিল, সেদিনও মুর্শিদাবাদের কান্দিতে বিজেপির রথযাত্রা আটকানো নিয়ে শুরু হয়েছিল অশান্তি।

তবে সে সময় প্রশাসন আইন শৃংখলার কথা মাথায় রেখে এবং নিরাপত্তার কথা ভেবে আটকায়। যদিও পরে রথযাত্রার অনুমতি দেওয়া হয়।তবে আজকে বসিরহাটের মালঞ্চে যেভাবে রথ আটকে দুই পক্ষের হাতাহাতি, গন্ডগোল, বোমাবাজি হল তা একুশের বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক সংঘর্ষ বন্ধ করার জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। 

কিন্তু কার্যত দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশ উড়িয়ে দিচ্ছে রাজনৈতিক দলগুলি। নিয়মিত তাঁরা একে অপরের সঙ্গে সংঘাতে জড়াচ্ছে। রাজনৈতিক মহলের দাবি, ভোটের নির্ঘণ্ট যত কাছে আসবে, ততই এই সংঘাতের পরিমাণ বাড়তে থাকবে। সে ক্ষেত্রে প্রশাসন কতটা নিরপেক্ষ কাজ করতে পারে, সেদিকে নজর থাকবে সবার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!