এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার রেশনে অনিয়মের অভিযোগে তৃণমূল-বিজেপি চাপানউতোর, জোর শোরগোল রাজ্যে!

এবার রেশনে অনিয়মের অভিযোগে তৃণমূল-বিজেপি চাপানউতোর, জোর শোরগোল রাজ্যে!


করোনা মহামারী গ্রাস করার পর থেকেই রাজ্যে ত্রাণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় সরকারের পক্ষ থেকে। যেখানে রেশন ব্যবস্থার মাধ্যমে মানুষের কাছে খাদ্যশস্য পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করে রাজ্য সরকার। তবে প্রথম থেকেই সেই রেশনে অনিয়ম হচ্ছে বলে রাজ্যের বিরুদ্ধে সরব হয় ভারতীয় জনতা পার্টি। আর এবার রেশন সামগ্রী নিয়ে অনিয়মের অভিযোগে তৃণমূল-বিজেপি চাপানউতোরে সরগরম হয়ে উঠল দুর্গাপুর পৌরসভার 32 নম্বর ওয়ার্ড।

জানা গেছে, মঙ্গলবার সকালে দুর্গাপুর পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের নির্দেশে রেশনের মাল পাচার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন বিজেপি স্থানীয় নেতাকর্মীরা। এরপরই এলাকায় গাড়ি আটকে বিক্ষোভ শুরু করেন তারা। পরবর্তীতে সেই গাড়ি থেকে 18 বস্তা গম উদ্ধার করে পুলিশ। আর এর ফলেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

জানা যায়, এদিন দুর্গাপুরের বিপিএল কোয়ার্টার থেকে 18 বছর গম নিয়ে একটি গাড়ি পলাশডিহিতে ঢোকা মাত্রই বিজেপির স্থানীয় নেতাকর্মীদের তরফে সেই গাড়িটি আটক করা হয়। আর এরপরেই স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে রেশনের জিনিস পাচারের অভিযোগ করেন বিজেপি নেতা কর্মীরা। যার ফলে অস্বস্তিতে পড়ে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বা তৃণমূলের পক্ষ থেকে বিজেপির তোলা এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে বিজেপির দুর্গাপুর পশ্চিম মন্ডল 2 এসসি মোর্চা সভাপতি ধনঞ্জয় বাউরি বলেন, “গম লুট হচ্ছিল। আমরা হাতেনাতে ধরেছিলাম।” অন্যদিকে বিজেপির তোলা এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের কাউন্সিলর মানসবাবু বলেন, “প্রশাসনের নিয়ম মেনে আমার ওয়ার্ডে থাকা 32 জন প্রতিবন্ধী বাড়িতে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আনা হয়েছিল। বিজেপির নোংরা রাজনীতির জন্য এদিন তা বিতরণ করা সম্ভব হল না।”

কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটল! এদিন এই প্রসঙ্গে দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে বলেন, “রেশন সামগ্রী নিয়ে কোনো অভিযোগ উঠলে গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হবে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রেশন নিয়ে রাজ্য সরকারকে প্রথম থেকেই চাপে ফেলে দিয়েছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। বিভিন্ন জায়গায় রেশনে তৃণমূলের নেতাকর্মীরা দুর্নীতি করছে বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির।

আর এবার গাড়ি ভর্তি গম পাচারের অভিযোগ তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে তুলে রীতিমতো শোরগোল তুলে দিল পদ্ম শিবিরের নেতারা। যার ফলে তৃণমূল এখানে অনেকটাই চাপে পড়ল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!