এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > রেশন কার্ডে দুর্নীতির দায়ে ধৃত বিজেপি নেতা! রাজনৈতিক যুদ্ধে তুলকালাম বর্ধমানে!

রেশন কার্ডে দুর্নীতির দায়ে ধৃত বিজেপি নেতা! রাজনৈতিক যুদ্ধে তুলকালাম বর্ধমানে!


করোনা পরিস্থিতি থেকে শুরু করে ভয়াবহ দূর্যোগ, মানুষের পাশে থাকতে সরকারের পক্ষ থেকে রেশন ব্যবস্থার মাধ্যমে মানুষকে সহযোগিতা করা হচ্ছে। তবে প্রথম থেকেই রেশনে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল নেতাদের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল ভারতীয় জনতা পার্টিকে। কিন্তু সম্প্রতি বিজেপির এক নেতার বিরুদ্ধে ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন সামগ্রী তোলার অভিযোগে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় রাজ্যজুড়ে।

যে ঘটনায় গ্রেপ্তার করা হয় স্বপন সরকার নামে এক বিজেপি নেতাকে। বৃহস্পতিবার তাকে দুর্গাপুর আদালতে হাজির করা হলে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আর বিজেপি নেতা স্বপন সরকার এভাবে ভুয়ো রেশন কার্ড তৈরিতে অভিযুক্ত হওয়ায় এখন রীতিমত রাজনৈতিক মহলে তৈরি হয়েছে শোরগোল। ইতিমধ্যেই শাসকদলের পক্ষ থেকে এই বিষয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করা হচ্ছে।

জানা গেছে, স্বপন সরকার নামে এই ব্যক্তি গত পঞ্চায়েত নির্বাচনে বুদবুদ পঞ্চায়েতের সুকান্তনগরে বিজেপির প্রার্থী ছিলেন। এদিন তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠায় সেই বিষয়ে বিজেপিকে আক্রমণ করেন দুর্গাপুরের তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি যে চাল চুরি করছে, এই ঘটনা তার প্রমাণ। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক।” তবে এই ঘটনার স্বীকার করে নিয়েও রাজ্যের খাদ্য দপ্তরের বিরুদ্ধে সরব হয়েছেন গলসি বিধানসভা কেন্দ্রের বিজেপি পর্যবেক্ষক রমন শর্মা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “কিভাবে এক ব্যক্তির নামে দুটি রেশন কার্ড হল, তার তদন্ত করুক প্রশাসন। খাদ্য দপ্তর দুর্নীতির বাসা। আমরা বিভিন্ন সময় এনিয়ে আন্দোলন করেছি। এমনই অবস্থা যে প্রধানমন্ত্রী “এক দেশ এক রেশন কার্ডের” কথা বললেও, এই রাজ্যে তা মানা হচ্ছে না।” সত্যিই তো তাই! এক ব্যক্তির নামে এতগুলো রেশন কার্ড থাকে কি করে?

এদিন এই প্রসঙ্গে বুদবুদ পঞ্চায়েতের তৃণমূলের সদস্য দোলন দত্ত বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপনবাবু আমাদের জানিয়েছেন, তাঁর পরিবারের সদস্যরা এখন বাংলাদেশে আছেন। কিন্তু তাদের রেশন কার্ড এই এলাকার।” এদিকে এই ঘটনায় বিশদে তদন্ত চলছে বলে জানিয়েছেন গলসি ওয়ানের বিডিও বিনয় মন্ডল। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন, বিজেপি নেতা এই ঘটনায় জড়িত, তা প্রমাণ হওয়ার পর তাকে শ্রীঘরে রাখা হয়েছে এবং তার ফলে বিজেপি চাপে পড়েছে এটা স্বাভাবিক ব্যাপার।

কিন্তু রাজ্যে বিজেপি হোক বা তৃণমূল, কোনো ব্যক্তির কেন এতগুলো ভুয়ো রেশন কার্ড থাকবে! আর কেন এই ব্যাপারে সরকারের কোনো নজর থাকবে না! তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। আর সেই প্রশ্ন তুলেই এখন সরব হচ্ছে একাংশ। যার ফলে রাজ্য সরকারের সঠিক নজরদারির দাবি জানাচ্ছেন সকলে। ভবিষ্যতে যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি আর না হয়, এখন তার জন্যই সরকারের কাছে আবেদন করছেন জনসাধারণ। সব মিলিয়ে এখন সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!