এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রেশন ডিলার নিয়ে বড়সড় ঘোষণা খাদ্যমন্ত্রীর, জেনে নিন বিস্তারিত

রেশন ডিলার নিয়ে বড়সড় ঘোষণা খাদ্যমন্ত্রীর, জেনে নিন বিস্তারিত


বেশ কিছুদিন ধরেই রাজ্য রাজনীতি রেশনিং কাণ্ড নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। রেশনিং ব্যবস্থার দুর্নীতি ঘিরে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলগুলি। অন্যদিকে রাজ্যের খাদ্য ব্যবস্থার দুর্নীতি প্রকাশ হয়ে যাবার পরেই তড়িঘড়ি রাজ্যের খাদ্য সচিবকে বদলি করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। কিন্তু তারপরেও অবস্থার যে বিশেষ কিছু হেরফের হয়নি, সে ব্যাপারে নিশ্চিত দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলগুলি।

এই অবস্থায় সাধারণ মানুষের মধ্যেও রেশনিং ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ পাচ্ছে। অন্যদিকে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এদিন জানালেন, আপাতত রাজ্যে নতুন করে 5000 রেশন ডিলার নিয়োগ করা হবে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, যেসব রেশন ডিলার দুর্নীতি করেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরকম দুর্নীতিগ্রস্ত 676 জন ডিলারকে শোকজ করা হয়েছে বলে জানা গেছে। অনেককে সাসপেন্ড করা হয়েছে, অনেককে টার্মিনেশন করে দেওয়া হয়েছে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে বলে জানাচ্ছেন খাদ্যমন্ত্রী। তবে তিনি জানিয়েছেন, রেশন ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও রেশন দোকান গুলি কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ হয়না। তাই কাছাকাছি যেসব রেশন ডিলার থাকেন, তাদেরকে এই দোকানের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। এবার রাজ্যে 5000 নতুন রেশন ডিলার নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।অন্যদিকে গত এপ্রিলে তৎকালীন খাদ্যসচিবকে মুখ্যমন্ত্রীর নির্দেশে সরিয়ে দেওয়া হয়েছিল বলে খবর।

তাঁর জায়গায় দায়িত্বে এসেছিলেন পারভেজ আহমেদ সিদ্দিকী। এদিকে রাজ্য করোনা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে, তারমধ্যে ঘোষণা হয়, গরিব মানুষদের বিনামূল্যে চাল ও গম দেওয়া হবে রেশন দোকান থেকে। তারপর থেকেই রেশনিং ব্যবস্থা নিয়ে দুর্নীতির অভিযোগ আসতে থাকে একের পর এক। শুধু তাই নয়, সাধারণ মানুষও মুখ খোলে। যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ব্যক্তিগত স্তরে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন বলে জানা গেছে। আপাতত রেশনিং ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য নতুন করে 5000 রেশন ডিলার নিয়োগ করা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!