এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রেশন দুর্নীতি নিয়ে আদালতের রোষে পড়তেই এবার বড়সড় রিপোর্ট জমা দিল রাজ্য সরকার, জানুন বিস্তারিত

রেশন দুর্নীতি নিয়ে আদালতের রোষে পড়তেই এবার বড়সড় রিপোর্ট জমা দিল রাজ্য সরকার, জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতি হোক কিংবা ভয়াবহ দুর্যোগ আমপান। রেশনের মাধ্যমে মানুষকে সাহায্য করার উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে রেশনে দুর্নীতিকে কেন্দ্র করে। যার ফলে অস্বস্তি বেড়েছে ঘাসফুল শিবিরের। বিরোধীদের পক্ষ থেকে লাগাতার তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করা হয়। তবে এবার গোটা ঘটনায় আদালতে গড়াতেই রেশন নিয়ে তাদের অবস্থান আদালতের কাছে স্পষ্ট করল রাজ্য সরকার।

সূত্রের খবর, এদিন কলকাতা হাইকোর্টের রেশন দুর্নীতি মামলায় একটি রিপোর্ট জমা দেয় রাজ্য সরকার। যেখানে জানানো হয়, গত এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত রাজ্যে প্রায় 6 কোটি 1 লক্ষ 85 হাজার মানুষকে রেশনের খাদ্য সামগ্রী দিয়েছে সরকার। অন্যদিকে গত মে মাসের 5 তারিখ পর্যন্ত প্রায় 9.95 কোটি ডিজিটাল রেশন কার্ড এবং খাদ্যসামগ্রীর জন্য কুপন বিলি করা হয়েছে বলেও আদালতে জানিয়েছে রাজ্য। এছাড়াও দুর্নীতি নিয়ে যে অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত প্রায় 76 জন রেশন ডিলারের লাইসেন্স বাতিল এবং 48 জনকে জরিমানা করা হয়েছে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, 53 টি এফআইআর, 13 জন ডিলার এবং তাদের সঙ্গে যুক্ত 32 জনকে এই বিষয়ে গ্রেপ্তার করেছে প্রশাসন। এছাড়াও সাধারণ মানুষের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার সাথে সাথেই রাজ্যের প্রায় 513 জন রেশন ডিলারকে সরকারের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, রেশনে দুর্নীতির অভিযোগকে সামনে রেখে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একাধিক মামলা দায়ের হয়েছিল।

যেখানে করোনা ভাইরাসের কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরী ভিত্তিতে তার শুনানি করে আদালত বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং রাজ্য খাদ্য দপ্তরের কাছে এই ব্যাপারে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে রিপোর্ট তলব করা হয়। আর এবার রাজ্য সরকারের পক্ষ থেকে এই রিপোর্ট পেশ করে বুঝিয়ে দেওয়া হল যে, তারা যেমন মানুষকে সহযোগিতা করেছে, ঠিক তেমনই দুর্নীতির গন্ধ পাওয়ার সাথে সাথেই ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!