এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > রাতের আঁধারে লুকিয়ে পাচার হয়ে যাচ্ছে রেশনের সামগ্রী! গ্রামবাসীদের তৎপরতায় পড়ল হাতেনাতে ধরা

রাতের আঁধারে লুকিয়ে পাচার হয়ে যাচ্ছে রেশনের সামগ্রী! গ্রামবাসীদের তৎপরতায় পড়ল হাতেনাতে ধরা


বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ভারতেও করোনা সংক্রমণ শুরু হয়েছে ব্যাপক মাত্রায়। ভারতের প্রায় প্রতিটি রাজ্য থেকেই করোনা সংক্রমণের খবর উঠে এসেছে। এই পরিস্থিতিতে কেন্দ্র-রাজ্য যৌথভাবে লকডাউন শুরু করেছে, যাতে করোনা ভাইরাস অধিকমাত্রায় তার সংক্রমণ ছড়াতে না পারে। এর ফলে গৃহবন্দী সবাই। দোকান, বাজার, অফিস, কাছারি সব বন্ধ। বন্ধ রুজি রোজগার। এর ফলে সব থেকে বেশি বিপাকে পড়েছে দরিদ্র দিন আনা দিন খাওয়া মানুষগুলি।

এই অসহায় মানুষদের দিকে তাকিয়ে ইতিমধ্যে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, কেউ যেন অভুক্ত না থাকে এবং তার জন্যই তিনি রেশন থেকে চাল, গম দেওয়ার নির্দেশ দিয়েছেন বিনামূল্যে। কিন্তু ঘটনা ঘটছে অন্য। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে অভিযোগ উঠেছে, রেশন ডিলাররা খাদ্য সামগ্রী কালোবাজারি করার জন্য বাইরে পাচার করে দিচ্ছেন।

এদিন এরকম একটি ঘটনা ধরা পরল পুরাতন মালদহের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হালনা মোহাম্মদপুর গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে রেশন দোকানের মালিক গাড়িতে করে খাদ্য সামগ্রী পাচার করছিলেন বাইরে। গ্রামবাসীরা সন্দেহ হওয়ায় গাড়িটি আটক করে এবং তারপর এলাকার মানুষ পুলিশকে খবর দেয়। পুলিশের কাছে গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছে, রাতের অন্ধকারে গাড়ি ভর্তি করে রেশনের খাদ্যসামগ্রী বাইরে পাচার করছিলেন ডিলার নবীজান আলী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছায় মালদা থানার পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য একই অভিযোগ করেছেন এলাকাবাসীদের সুরে সুর মিলিয়ে। অন্যদিকে গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ মহসীন আলী জানিয়েছেন, ‘ঘটনাটি আমরা জানতাম না। এদিন রাতে গ্রামবাসীদের অভিযোগ রেশনের মাল পাচার করা হচ্ছিল। এরপর আমরা সমস্ত ঘটনা জানিয়ে পুলিশ প্রশাসনকে অভিযোগ করেছি।’ তবে এই ঘটনার সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন রেশন ডিলার নবীজান আলীর ছেলে রাশেদুর রহমান।

তাঁর কথায় তিনি কিছুই জানেন না, কিভাবে তাঁর দোকান থেকে মাল পাচার হচ্ছিল! পাল্টা তিনি বলেছেন, পুলিশে যদি প্রমাণ করতে পারে এই ঘটনা, তাহলে তিনি তাঁর শাস্তি মেনে নেবেন। অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল এ প্রসঙ্গে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষদের জন্য রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন যখন তাহলে বারবার কেন বিভিন্ন জায়গায় রেশন ডিলারদের নামে এই ধরনের অভিযোগ উঠছে?

তবে তিনি আশ্বস্ত করেছেন সমস্ত ঘটনা খতিয়ে দেখে অবশ্যই রেশন ডিলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোড় চাপানউতোর। বিরোধীরা অবশ্য প্রথম থেকেই এই ঘটনা সরকারের মদদপুষ্ট বলে চিহ্নিত করেছে। অন্যদিকে জানা গেছে, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন নিয়ে বিভিন্ন ঘটনার কারণে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তিরস্কার করেছেন। আপাতত মালদার এই ঘটনা জানার পর সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়, সেদিকে লক্ষ্য থাকবে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!