এখন পড়ছেন
হোম > রাজ্য > রেশনের সঙ্গে আধার লিঙ্কে জটিলতার দিন শেষ, বড়সড় সুখবর নিয়ে এল রাজ্য!

রেশনের সঙ্গে আধার লিঙ্কে জটিলতার দিন শেষ, বড়সড় সুখবর নিয়ে এল রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অনেকদিন ধরেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ স্থাপনের কথা বলা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও সেই কাজ এগোতে দেখা যাচ্ছিল না পশ্চিমবঙ্গে। অনেক ক্ষেত্রেই এই বিষয়টি নিয়ে গা ঢিলেমি প্রক্রিয়া সামনে এসেছিল। কিন্তু অবশেষে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ করাতে যাতে কোনো জটিলতা তৈরি না হয়, তার জন্য বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। যেখানে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবার রেশন দোকানে গেলেই এই সংযোগ স্থাপন করে দেওয়া সম্ভব হবে বলে জানিয়ে দেওয়া হল। যার জেরে সাধারণ মানুষের মধ্যে অনেকটাই স্বস্তির আবহ তৈরি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি “দুয়ারে রেশন” প্রকল্প নিয়ে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে একটি বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আর সেখানেই রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত করার উদ্যোগ গ্রহণের ব্যাপারে তৎপরতা কথা জানিয়ে দেন তিনি। তবে এতদিন সেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক হয়রানি তৈরি হয়েছিল। তবে সেই জটিলতা কমাতে এবং সাধারন মানুষ যাতে কোনোরকম অসুবিধের মুখে না পড়েন, তার জন্য এবার সরাসরি রেশন দোকানে গেলেই এই সমস্যার সমাধান হবে বলে জানিয়ে দেওয়া হল। ইতিমধ্যেই এই কাজে জোর দেওয়ার জন্য রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসককে নবান্নের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, “এক দেশ এক রেশন কার্ডের” কথা অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিল শীর্ষ আদালত। আর তারপর থেকেই সেই রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করার প্রক্রিয়া শুরু করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত বাংলায় প্রায় 10 লক্ষ মানুষের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ প্রক্রিয়া বাকি আছে বলে খবর। তাই দ্রুত যাতে সেই প্রক্রিয়া শেষ করে দেওয়া যায়, তার জন্য রাজ্যের পক্ষ থেকে জেলা প্রশাসনদের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ নিয়ে মাঝেমধ্যেই নানা ত্রুটি-বিচ্যুতির খবর সামনে এসেছে। কিন্তু এবার সম্পূর্ণরূপে সেই সমস্যা সমাধান করতে রেশন দোকান থেকেই যে গোটা প্রক্রিয়া করা সম্ভব হবে, তার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করল প্রশাসন। সব মিলিয়ে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের ব্যাপারে রাজ্য প্রশাসনের উদ্যোগে কতটা সফলতা আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!