এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নারদ কাণ্ডের জন্য মেয়র পত্নীকে ডাকেইনি ইডি, সামনে এল বিস্ফোরক তথ্য

নারদ কাণ্ডের জন্য মেয়র পত্নীকে ডাকেইনি ইডি, সামনে এল বিস্ফোরক তথ্য


নারদ কাণ্ডের তদন্তে নেমে প্রথমে ইডির তরফে জানা যায় প্রাথমিক পর্যায়ের তদন্তের কাজ আটকে আছে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে জেরা করা যাচ্ছে না বলে। শারীরিক অসুস্থতার কারণে রত্না দেবী দেশের বাইরে থাকায় এই জেরা করা যাচ্ছে না। আজ রত্নাদেবী কলকাতায় ইডি দপ্তরে পৌঁছেছেন জেরার জন্য হাজিরা দিতে, এরমধ্যে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বাংলা সংস্করণে প্রকাশিত খবরে বিস্ফোরক ভাবে দাবি করা হয়েছে রত্নাদেবীকে আদৌ নারদ কাণ্ডের জিজ্ঞসাবাদের জন্য ডাকা হয় নি, তাঁকে ডাকা হয়েছে সম্পূর্ণ অন্য কারণে।
ওই ওয়েব পোর্টালের দাবি অনুযায়ী, জেরার সময় মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছিলেন যে তাঁর যাবতীয় হিসেবপত্র রাখেন তাঁর স্ত্রী রত্না দেবী। আর তারপর নারদ কাণ্ডে তদন্তে নেমে মেয়র পত্নীর নামে কোটি কোটি টাকার বেআইনি সম্পত্তির হদিশ পায় ইডি, যার মধ্যে রয়েছে একাধিক দামি ফ্ল্যাট এবং শেল কোম্পানিতে বিনিয়োগের প্রমাণ। ওই পোর্টালের দাবি এই সংক্রান্ত বিষয়েই জিজ্ঞাসাবাদের জন্য রত্না দেবীকে ডাকা হয়েছে, নারদ তদন্তের জন্য নয়। যদিও ওই পোর্টালে এই খবরের সত্যতা বা সূত্র হিসাবে কিছু বলা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এর সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোমতেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!