এখন পড়ছেন
হোম > খেলা > ইংল্যান্ড ম্যাচের আগে ধোনি-কোহলির সম্পর্ক নিয়ে মুখ খুললেন ‘হেডস্যার’ রবি শাস্ত্রী

ইংল্যান্ড ম্যাচের আগে ধোনি-কোহলির সম্পর্ক নিয়ে মুখ খুললেন ‘হেডস্যার’ রবি শাস্ত্রী


আর কিছুক্ষনের মধ্যেই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে কোহলি ব্রিগেড। আগের ম্যাচেই ক্যারিবিয়ান বাহিনীকে চাপে পরেও শেষপর্যন্ত ধরাশায়ী করেছে ভারত। কোহলির নেতৃত্বে ভারত এখনও বিশ্বকাপে অপরাজিত, প্রায় সেমিতে পৌছে গিয়েছে তারা। বাকি থাকা ৩ ম্যাচ থেকে আর মাত্র ১ পয়েন্ট পেলেই সেমিফাইনাল নিশ্চিত ভারতের।

বিরাট কোহলি-রবি শাস্ত্রীর সবথেকে আশ্বস্ত থাকার জায়গা, দুর্দান্ত ফর্মে আছে ভারতের বোলিং ইউনিট। ভুবনেশ্বরের চোটের পরে টিমে এসেই দুরন্ত পারফরম্যান্স করেছেন মহম্মদ শামি। বুমরাহ বা কুল-চা জুটির কথা আর আলাদাভাবে বলার কোন অবকাশ নেই। পঞ্চম বোলার হিসাবে হার্দিক পান্ডিয়াও যথেষ্ট ভরসা দিচ্ছেন, গত ম্যাচেই বল করা শুরু করেছেন কেদার যাদবও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, ব‍্যাটিংয়ে ভাল ফর্মে থাকা শিখর ধাওয়ান আঙ্গুলের চোটে ছিটকে গেলেও, দুরন্ত ফর্মে আছেন ওপেনার রোহিত শর্মা। অসাধারণ ফর্মে রয়েছেন স্বয়ং অধিনায়ক বিরাট কোহলি, পরপ‍র ৪ টি অর্ধশতরান করেছেন তিনি। কিন্তু, এতসব সত্ত্বেও চিন্তা রয়ে গেছে ভারতীয় মিডল অর্ডার নিয়ে। কেদার যাদব বা বিজয় শঙ্কররা তো ভরসা দিতে পারছেনই না, সিনিয়র মোস্ট মহেন্দ্র সিং ধোনির স্লো ব‍্যাটিং নিয়েও কথা উঠে গেছে। এমনকি এই নিয়ে মুখ খুলেছেন স্বয়ং শচীন তেন্ডুলকার।

যদিও, ইতিমধ্যেই ধোনির পাশে দাঁড়িয়ে তাঁকে দলের সম্পদ বলেই আখ‍্যা দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। এবার বিরাট এবং ধোনির সম্পর্ক নিয়ে মুখ খুললেন দলের হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর বক্তব্য, “দুজনেই চ‍্যাম্পিয়ান ক্রিকেটার। দুজনেই বহুদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। তাঁদের অভিজ্ঞতাও প্রচুর। তাঁরা ম‍্যাচে মাঠে একে অপরের পরিপূরক। দুজনকেই টিমের খুব প্রয়োজন। টিমের কঠিন সময়ে দুজনে একে অপরকে সাহায‍্য করে ভারতকে প্রয়োজনীয় জয় এনে দেয়।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!