কৃষি ঋণ মুকুব করেনি, উল্টে বিজেপির সঙ্গে সমঝোতা করেছেন – রায়গঞ্জে মমতাকে তীব্র আক্রমণ রাহুলের জাতীয় রাজ্য April 11, 2019 আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সরব হয়ে যখন রাজ্য রাজনীতিতে শোরগোল তোলার চেষ্টা করছেন তৃনমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই বাংলায় এসে বুধবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সির হয়ে বক্তব্য রাখতে উঠে একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে কেন্দ্রের শাসক দল বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। সূত্রের খবর, এদিন রায়গঞ্জ এবং করণদিঘি ব্লকের সীমান্ত এলাকায় নাগর সেতুসংলগ্ন মাঠের জনসভায় উপস্থিত হয়ে প্রথমেই কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক হাত নিয়ে রাহুল গান্ধী বলেন, “পাঁচ বছর আগে 15 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সেটা পালন করেননি নরেন্দ্র মোদী। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - চৌকিদার যেখানেই যান সেখানে মিথ্যা প্রতিশ্রুতি দেন। মধ্যপ্রদেশ, ছত্রিশগড় সহ প্রত্যেকটি রাজ্যে কংগ্রেস পার্টি ঋণ মুকুব করেছে। কিন্তু মমতাজি এবং মোদীজি কৃষকদের জন্য কিছুই করেননি।” অন্যদিকে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করে রাহুল গান্ধী আরও বলেন, “হিন্দুস্থানে 22 লক্ষ্য চাকরি ফাঁকা আছে। সেই 22 লক্ষ আজ আমি আপনাদের দেওয়াবো।” অন্যদিকে রাফায়েল নিয়ে কেন্দ্রকে বিঁধে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সিকে জেতানোর জন্য এদিন সকলের কাছে আবেদন জানান কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যে কংগ্রেসের সংগঠন অতটা মজবুত না হলেও এবার বেশ কিছু জায়গায় থাবা বসাতে তারা তৎপর হয়েছে। আর তাইতো এদিন একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আবার অন্যদিকে জাতীয় রাজনীতিতে বিরোধী দল হিসেবে থাকা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী কেন্দ্রের শাসক দল বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানালেন। আপনার মতামত জানান -