এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্টারকেন্দ্র রায়গঞ্জ – মমতা-রাহুল-অমিত পরপর তিনদিনের জনসভায় পারদ চড়ছে ক্রমশ

স্টারকেন্দ্র রায়গঞ্জ – মমতা-রাহুল-অমিত পরপর তিনদিনের জনসভায় পারদ চড়ছে ক্রমশ


চার রাজনৈতিক দলের চতুর্মুখী লড়াই হিসেবে এবার নজর কেন্দ্র কেন্দ্র হিসেবে পরিচিত উত্তরবঙ্গের রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। আর এই চতুর্মুখী লড়াইয়ের মাঝেই আজ মঙ্গলবার রায়গঞ্জে সভা করতে আসছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে, ইতিমধ্যেই রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে মঞ্চ বাধা ও হেলিপ্যাডের কাজ শেষ হয়েছে। সোমবার দুপুরে রায়গঞ্জ স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি পর্ব তদারকি করতে আসে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ শহর তৃণমূল সভাপতি প্রিয়তোষ মুখোপাধ্যায় ও অন্যান্যরা।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের সভার পর বুধবার রায়গঞ্জ ব্লকের অন্তর্গত করনদিঘী সংলগ্ন মাঠে নাগরে আসছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। অন্যদিকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সির হয়ে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী নিজেই প্রচারে আশায় উজ্জীবিত উত্তর দিনাজপুর জেলার কংগ্রেস নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, সোমবার এই রাহুল গান্ধীর সভা উপলক্ষে গোটা সভাস্থল পরিদর্শন করতে আসেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত। এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির সভার প্রস্তুতির কাজ চলছে। বুধবার বিকেল চারটার সময় রাহুলজীর সভা হবে।”

অন্যদিকে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে জয় লাভ করার জন্য এখানে আনা হচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকেও। তবে বিজেপির সর্বভারতীয় সভাপতি ঠিক কোন জায়গায় সভা করবেন তা নিয়ে এখনও ধন্ধে রয়েছে জেলা বিজেপির নেতৃত্ব।

এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি নির্মল দাম বলেন, “আমরা রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে অমিত শাহর সভার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু সেখানে স্থান সংকুলান হওয়া মুসকিল। সেই কারণেই আমরা বিকল্প মাঠ খুঁজছি।” সব মিলিয়ে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র নিজেদের দখলে রাখতে মমতা, রাহুল ও অমিতের সভায় প্রবল উত্তাপ ছড়াতে চলেছে উত্তর দিনাজপুর জেলায় বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!