এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > রায়গঞ্জের সভা থেকে বিধানসভা নির্বাচনে কারা টিকিট পাবে জানিয়ে দিলেন মমতা! গুঞ্জন সর্বত্র!

রায়গঞ্জের সভা থেকে বিধানসভা নির্বাচনে কারা টিকিট পাবে জানিয়ে দিলেন মমতা! গুঞ্জন সর্বত্র!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে ক্রমাগত বিজেপির প্রভাব বাড়তে শুরু করেছে। তবে বিজেপিকে আটকাতে গত লোকসভা নির্বাচনের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পক্ষ থেকে রাজনৈতিক পরামর্শদাতা করা হয়েছে বিশিষ্ট নির্বাচনী রননীতিকার প্রশান্ত কিশোরকে। অনেকেই মনে করছেন, এবার বিধানসভা নির্বাচনে আবার ক্ষমতা দখল করতে সেই প্রশান্ত কিশোরের টিমের সমীক্ষা অনুযায়ী বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঠিক করবে তৃণমূল কংগ্রেস।

স্বাভাবিকভাবেই গুঞ্জন তৈরি হয়েছে, কোন বিধানসভা কেন্দ্রে কারা প্রার্থী হবে! তবে যারা প্রার্থী হবে, তাদের যদি দলের অনেকেই মেনে নিতে না পারে, তাহলে গোষ্ঠী কোন্দল আরও বৃদ্ধি পাবে বলেই আশঙ্কা শুরু হয়েছে শাসক দলের একাংশের মধ্যে। আর এই পরিস্থিতিতে আজ রায়গঞ্জের সভা থেকে কাদের টিকিট দেওয়া হবে, তা পরিষ্কার করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত ত্যাগ নিয়ে যারা পথ চলবে, তাদেরকেই তৃণমূল কংগ্রেস টিকিট দেবে বলে জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো।

সূত্রের খবর, আজ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের কর্মীদের নিয়ে একটি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই টিকিট প্রত্যাশী নেতাদের উদ্দেশ্যে মন্তব্য করতে দেখা যায় তাকে। তৃনমূল নেত্রী বলেন, “আমি শুধু কাজের লোকদের প্রার্থী হওয়ার টিকিট দেব। যারা অকাজের, তাদের আমাদের দলে কোনো স্থান নেই। অনেক বর্ন, অনেক জাতিকে নিয়ে একসঙ্গে চলতে হয়। আমি নিজে থাকব, আর কাউকে মানব না, সেটা ভুল। তৃণমূল কংগ্রেস টিকিট দেয় যারা কাজ করে তাদেরকে। কারও কাছে তৃণমূল কংগ্রেস মাথা নত করে কাউকে টিকিট দেয় না।”

বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের মধ্য দিয়ে দুটি বার্তা দেওয়ার চেষ্টা করলেন। একদিকে যেমন টিকিট না পেলে যাতে কেউ গোষ্ঠী কোন্দল না করে, তা বুঝিয়ে দিলেন তিনি। পাশাপাশি মানুষের কাজ করার ওপর যে নেতা বেশি জোর দেবে, তাকেই যে দলের পক্ষ থেকে টিকিট দেওয়া হবে, তাও নেতাদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, তৃণমূল কংগ্রেসে এখন ব্যাপক ভাঙ্গন ধরেছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত হেভিওয়েট প্রথম সারির নেতারা যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। আগামী দিনে এরকম অনেক তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা টিকিট পাওয়ার প্রত্যাশী হলেও, যদি শেষ পর্যন্ত তাদের ভাগ্যে টিকিট না মেলে, তাহলে তারা বিজেপিতে যোগদান করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আর এই পরিস্থিতিতে রায়গঞ্জের স্টেডিয়ামের মাঠ থেকে এই ব্যাপারে সেই সমস্ত টিকিট প্রত্যাশী নেতাদের বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, কাজ না করলে তার দলে কোনো জায়গা হবে না। স্বাভাবিক ভাবেই দলের গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে এবং বিজেপিকে কুপোকাত করতে এখন থেকেই টিকিট নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য বার্তা দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার এই বার্তা কতটা কার্যকরী হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!