এখন পড়ছেন
হোম > অন্যান্য > চারিদিকে এখন গেরুয়া ঝড়! এই গেরুয়া রঙের আসল প্রভাব ও বৈচিত্র্য জানলে চমকে যাবেন!

চারিদিকে এখন গেরুয়া ঝড়! এই গেরুয়া রঙের আসল প্রভাব ও বৈচিত্র্য জানলে চমকে যাবেন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আমাদের জীবনে একেকটি রং একেকটি বর্ণ কোনো এক বিশেষ সময়ের বা বিশেষ কোনো কাজের পরিচায়ক রূপে আসে। জীবনে আমাদের মনোভাব কেমন হবে বা আমরা মানুষটি কেমন হব সে বিষয়ে পছন্দের রং থেকে জানা যায় অনেক কিছুই।

তবে এই রং গুলোর একটা বিশেষতা আছে। যেমন আছে গেরুয়া রঙের। তবে গেরুয়া রঙের মাহাত্ম্য কোথায় এই রং কিভাবে আপনার জীবনে প্রভাব ফেলে, তা আসুন জেনে নেওয়া যাক।

বলা হয় সূর্য যখন ওঠে তখন চারিপাশটা কমলা রঙের হয়ে যায়। অর্থাৎ সূর্য ওঠার সঙ্গে শুরু হয় এক নতুন দিনের, সূচনা হয় নতুন আশার। আপনার জীবনেও এই কমলা বা গেরুয়া রঙের মাধ্যমে জীবনে নতুন চলার পথ বা নতুন করে কিছু শুরু করার সূচনা দেওয়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আমাদের দেহে যে সাতটি চক্রের বর্ণ আছে তার মধ্যে থেকে গেরুয়া রঙের মাহাত্ম্য আলাদা। তাই যারা আধ্যাত্মিক পথে নিজেদেরকে সমর্পন করেছেন, তারা এই রঙের পোশাক পরিধান করতে পছন্দ করেন বলে মনে করা হয়। উপনয়ন বা পূজার মত শুভ কাজে এই রঙের পোশাক পরিধান করতে বলা হয়।

রাশিচক্রে বৃহস্পতি ও মঙ্গল এর ক্ষেত্রে এই রঙ কার্যকরী। এই রঙের মাধ্যমে মনে শান্তি আসে, নিজের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। মীন, ধনু, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রঙ শুভ বলে মনে করা হয়।

জগতের যা কিছুই পাকা বা পক্ক তা অনেকটা লালচে বা কমলা রঙের মত হয়। এর থেকে কোন ব্যক্তি কতটা পরিপক্ব বা তার বোঝার ক্ষমতা কতটা সেটা অনুমান করা যায়। তবে আপনিও দেরি না করে, রাজনৈতিক মতভেদ সরিয়ে রেখে, প্রাচীন ভারতের শাস্ত্র কথামত বা আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যা মত আপনার জীবনে প্রয়োগ করে দেখতে পারেন এই রঙের মাহাত্ম্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!