এখন পড়ছেন
হোম > অন্যান্য > আশঙ্কা উত্তেজনার মাঝেই প্রথম দিনে রেকর্ড গড়ল ভ্যাকসিন!

আশঙ্কা উত্তেজনার মাঝেই প্রথম দিনে রেকর্ড গড়ল ভ্যাকসিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনাভাইরাস এর বিরুদ্ধে টিকাকরণ প্রক্রিয়ার প্রথম দিনই নতুন রেকর্ড করলো ভারত। প্রথম দিন অর্থাৎ ১৬ই জানুয়ারি ২,০৭,২২৯ জন ব্যক্তি ভ্যাকসিন পেয়েছেন। দৈনিক ভ্যাকসিন দেওয়ার নিরিখে সংখ্যাটা ইউএসএ ইউকে এবং ফ্রান্সকেও ছাপিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। শুধু তাই নয়, সরকারি তরফে জানানো হয়েছে শনিবার যত লোক ভ্যাকসিন পেয়েছে তা, একদিনে কোনো দেশে দেওয়া সর্বাধিক সংখ্যক ভ্যাকসিন।

প্রথম দিনেই সারাদেশে, ৩৩৫২ টি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চলে। দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে প্রথম দিন সর্বাধিক সংখ্যক সাস্থ্যকর্মী ভ্যাকসিন পেয়েছে উত্তর প্রদেশে। সেখানে ২১২৯১ জন ভ্যাকসিন পেয়েছে শনিবার। এরপর, রয়েছে অন্ধ্রপ্রদেশ, সেখানে ১৮৪১২ জন ভ্যাকসিন পেয়েছে। তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র ( ১৮৩২৮)। চতুর্থ স্থানে রয়েছে বিহার (১৮১৬৯), পঞ্চমে ওড়িশা (১৩,৭৪৬)।

দেশের সমস্ত রাজ্যের নিরিখে প্রথম দিনে দেওয়া ভ্যাকসিনের সংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ রয়েছে অষ্টম স্থানে। পশ্চিমবঙ্গে প্রথমদিনে ৯৭৩০ জন ভ্যাকসিন পেয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে ১৪ জনের শরীরে ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় এবং একজনকে হাসপাতালে ভর্তি হতে হয়। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যে সপ্তাহে চারদিন করে ভ্যাকসিন দেওয়ার কাজ চলবে ওই দিন গুলোই হলো সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাস্থ্যমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে এই বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী, ভ্যাকসিন নিলেও তার মধ্যে মাত্র ৪৪৭ জনের শরীরে ১৬ এবং ১৭ই জানুয়ারি তে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তবে, সেই ৪৪৭ জন এর মধ্যে মাত্র তিন জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই তিনজনের মধ্যে দুজন ইতিমধ্যেই ছাড়া পেয়ে গেছে এবং একজন আইইমস ঋষিকেশ এ ভর্তি আছে এবং সে সুস্থ। ভ্যাকসিন নেওয়ার পর যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে, সেগুলি মূলত সামান্য জ্বর, মাথাব্যথা, বমি বমি ভাব ইত্যাদি, এমনটাই জানানো হয়েছে সাস্থ্য মন্ত্রকের তরফে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল গুলির সাথে আলোচনা করে, প্রথম দিনের ভ্যাকসিন প্রক্রিয়া পর্যালোচনা করা হয়েছে এবং সমস্যা গুলি চিহ্নিতকরণ এবং সমাধানের কাজ চলছে। প্রথমদিনের ভ্যাকসিন প্রক্রিয়ায় যে সমস্যা গুলি দেখা দিয়েছে তাদের মধ্যে একটি হলো, কিছু টিকাকরণ কেন্দ্রে ভ্যাকসিন গ্রহণকারীদের তালিকা আপলোড করার ক্ষেত্রে দেরি হয়। এছাড়াও কিছু ক্ষেত্রে, প্রথমদিনের তালিকা বহির্ভূত, বেশ কিছু সাস্থকর্মী ভ্যাকসিন পান। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই দুই সমস্যারই সমাধান হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!