এখন পড়ছেন
হোম > অন্যান্য > রেকর্ড সংক্রমণ রাজ্যে, ছাড়িয়ে গেল প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতাকেও, উদ্বেগে বিশেষজ্ঞরা

রেকর্ড সংক্রমণ রাজ্যে, ছাড়িয়ে গেল প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতাকেও, উদ্বেগে বিশেষজ্ঞরা


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-করোনা সংক্রমনের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে যা হয়নি, গত ২৪ ঘন্টায় সেটাই হতে দেখা গেল রাজ্যে। একদিনে করোনা আক্রান্ত হলেন রাজ্যের ২৪ হাজারেরও বেশি মানুষ। প্রায় ৭২ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়েছিল, যাঁদের মধ্যে করোনা আক্রান্ত ২৪ হাজার ২৮৭ জন। সর্বাধিক উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে মহানগর কলকাতায়। ইতিপূর্বে, গত ২ বছরে দৈনিক সংক্রমণ ২০ হাজারের গণ্ডি পার হতে দেখা গিয়েছিল, কিন্তু রাজ্যে একদিনে ২৪০০০ এর গণ্ডি অতিক্রম এবারই প্রথম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের সঙ্গে দেশেও তীব্রভাবে বেড়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন। ২৪ ঘণ্টার মধ্যে ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে দেশের মোট করোনা সংক্রমণ। এদিকে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন আক্রান্তর সংখ্যা ৪ হাজার অতিক্রম করেছে। যার মোট সংখ্যা হল ৪০৩৩ জন। গত 24 ঘণ্টায় ৪১০ জন ওমিক্রন আক্রান্ত হলেন। সর্বাধিক উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের পর ওমিক্রন আক্রান্তর নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজস্থান, তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। আগামী দিনে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতির মধ্যে আজ থেকে শুরু হল করোনার বুস্টার ডোজ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!