এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মামলার গেরোয় আটকে মাদ্রাসায় কয়েক হাজার সহশিক্ষক নিয়োগ

মামলার গেরোয় আটকে মাদ্রাসায় কয়েক হাজার সহশিক্ষক নিয়োগ

রাজ্যে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জটিলতা অব্যাহত। দেশের সর্বোচ্চ আদালত এদিন জানিয়ে দিল, রাজ্য মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারে কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশ করা এবং চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়া চলবে না, র জন্য অপেক্ষা করতে হবে মূল মামলার রায় ঘোষণা পর্যন্ত। এদিন চাকরিপ্রার্থীদের পক্ষে সওয়াল করেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি।
প্রসঙ্গত, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের উদ্দেশে রাজ্য সরকারের গঠিত মাদ্রাসা সার্ভিস কমিশনের বৈধতাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়, সেই মামলায় সার্ভিস কমিশনকে ‘অসাংবিধানিক’ বলা হয়েছিল। আর তাই রাজ্য সরকারের উদ্যোগে কয়েক হাজার সহশিক্ষকের নিয়োগ প্রক্রিয়া মাঝপথেই থমকে যায়। মূল মামলাটি যেহেতু বিবেচনাধীন, তাই চূড়ান্ত রায় ঘোষণার আগে পরীক্ষার ফল প্রকাশ এবং নতুন করে নিয়োগপত্র দেওয়ায় স্পষ্টতই নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!