এখন পড়ছেন
হোম > রাজ্য > রেড রোডের রাজসূয় আয়োজনের মাঝেই হঠাৎ করে আগুন, ছড়াল আতঙ্ক

রেড রোডের রাজসূয় আয়োজনের মাঝেই হঠাৎ করে আগুন, ছড়াল আতঙ্ক


বেশ কবছর ধরে রাজ্যের দুর্গোৎসবকে আকর্ষণীয় করে তুলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে রেড রোডে চলছে দুর্গা কার্নিভাল। প্রতিবছরের মতো এবছরও তার কোন ব্যতিক্রম নেই। আজ সেই দুর্গা কার্নিভাল অনুষ্ঠিত হবে রেড রোডে।আর তার আগেই গতকাল সন্ধ্যায় এই দুর্গা কার্নিভাল কে ঘিরে যখন শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছেন উদ্যোক্তারা ঠিক তখনই সূচনাতেই দেখা গেল বিপর্যয়।

সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় যুদ্ধকালীন তৎপরতায় এই কার্নিভালকে সাজানোর সময় হঠাৎই প্যান্ডেলে আগুন জ্বলতে দেখা যায়। আর যা দেখে রীতিমতো আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন উদ্যোক্তারা। পরিস্থিতি সামলাতে আনা হয় দমকল বিভাগকেও। আর তাদের তৎপরতায় আধঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে গোটা পরিস্থিতি। কিন্তু এত নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেও হঠাৎ করে এভাবে আগুন লাগার কারণ কি তা নিয়ে ধন্দে প্রত্যেকেই। এদিকে আজকের এই রেড রোডের কার্নিভাল কে ঘিরে যান চলাচলেও থাকছে কিছু বিধিনিষেধ।

সূত্রের খবর, আগামী বুধবার যান চলাচলের গতি প্রকৃতি দেখেই রাস্তা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বুধবার পর্যন্ত রেড রোড, হসপিটাল রোড, ক্যাসুরিনা এভিনিউ এবং মেয়ো রোডের একাংশ বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। অপরদিকে উত্তর দক্ষিনে যাতায়াতের জন্য জওহরলাল নেহেরু এভিনিউ খোলা রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এই একটি রাস্তায় যান চলাচলে ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা ট্রাফিক কর্তাদের।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

রেড রোডের রাজসূয় আয়োজনের মাঝেই হঠাৎ করে আগুন, ছড়াল আতঙ্কঅন্যদিকে পুজোর এই শেষ মুহূর্তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে না হয় সেজন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে চালু করা হয়েছে একটি টোল ফ্রি নম্বরও। 1073 এই নাম্বারটিতে ফোন করে যে কোনো অভিযোগ জানাতে পারবেন দর্শনার্থী থেকে জনসাধারণেরা। সব মিলিয়ে দূর্গা পূজা কার্নিভাল কে ঘিরে এখন রেড রোডে চলছে রাজসূয় আয়োজন। আর যা দেখতে অপেক্ষা করতে হবে আর কিছু ঘন্টার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!