এখন পড়ছেন
হোম > জাতীয় > রেডজোন নির্ণয়ের সিদ্ধান্ত রাজ্যের হাতে, মিলবে একাধিক ছাড়? লকডাউন 4 নিয়ে জল্পনা চরমে

রেডজোন নির্ণয়ের সিদ্ধান্ত রাজ্যের হাতে, মিলবে একাধিক ছাড়? লকডাউন 4 নিয়ে জল্পনা চরমে


করোনা ভাইরাসকে আটকাতে ইতিমধ্যেই দেশজুড়ে 3 দফার লকডাউন পার হয়ে গেছে। বর্তমানে তৃতীয় দফার লকডাউন চলছে। 17 মে তা শেষ হয়ে যাবে। তারপর জারি হবে চতুর্থ দফার লকডাউন। তবে এই লকডাউনের সময়সীমা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। পাশাপাশি কেমন হবে এই চতুর্থ দফার লকডাউন, তা নিয়েও নানা মহলে গুঞ্জন শুরু হয়েছে। কেননা তৃতীয় দফার লকডাউন থেকেই বেশ কিছু এলাকা শিথিল করে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। সেদিক থেকে চতুর্থ দফার লকডাউনে রেড জোন নির্ণয়ের দায়িত্ব রাজ্যের হাতেই ছেড়ে দেওয়া হচ্ছে বলে খবর।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ আরও তিন রাজ্য লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে প্রধানমন্ত্রীর কাছে সওয়াল করেছেন। জানা গেছে, আজকের মধ্যেই প্রায় প্রতিটি রাজ্যকে এই লকডাউনের ব্যাপারে তাদের মতামত জানানোর জন্য চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে কেন্দ্র। করোনা ভাইরাসের ভয়াবহতা লক্ষ্য করে প্রায় কোনো রাজ্যই এখন লকডাউন তুলতে চাইছে না। কিন্তু যে সমস্ত রাজ্যে কিছুটা করোনা ভাইরাসের প্রকোপ কমেছে সেখানে অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হয়, তার জন্য সেই রাজ্য সরকারগুলোর চেষ্টা করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তার কারণেই বেশ কিছু জায়গায় মূলত যে অঞ্চলগুলো রেড জোনের আওতায় রয়েছে, সেখানে দোকানপাট বন্ধ করে দিতে চাইলেও, গ্রিন‌জোনে থাকা জায়গাগুলোতে বিভিন্ন ক্ষেত্র চালু করার কথা ভাবছেন বিভিন্ন রাজ্য সরকার। জানা গেছে, রেডজোনের মধ্যে কনটেইনমেন্ট জোন রয়েছে, এমন জায়গায় লোকাল ট্রেন, বাস এবং মেট্রো পরিষেবা চালু হতে পারে। অন্যদিকে রেডজোনে নিয়ম মেনে অটো, ট্যাক্সি পরিষেবায় ছাড় দেওয়া হতে পারে।

এছাড়াও বেশ কিছু এলাকায় সেলুন, চশমার দোকান খোলা হতে পারে বলে জানা যাচ্ছে। তবে এই জোন ভিত্তিক দোকানপাট খোলার ব্যাপারে রাজ্য সরকারের ঘাড়েই এই সমস্ত সিদ্ধান্ত দিয়ে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেদিক থেকে যত সময় যাচ্ছে, তত জল্পনাও বাড়ছে। যদি সত্যিই চতুর্থ দফার লকডাউন বৃদ্ধি হয়, তাহলে কোন কোন এলাকায় দোকানপাট খোলা হবে এবং কোন কোন এলাকায় কড়া হবে ব্যবস্থা, এখন তার দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!