এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রেল নিয়ে দড়ি টানাটানি, কড়া জবাব বিজেপি নেতার!

রেল নিয়ে দড়ি টানাটানি, কড়া জবাব বিজেপি নেতার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হওয়ার পরেই এর কৃতিত্ব কার, তা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে তৈরি হয়েছে সংঘাত। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই প্রকল্পের ব্লু প্রিন্ট তৈরি করা থেকে শুরু করে সবটাই করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে তৃণমূলকে কড়া ভাষায় জবাব দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শমীক ভট্টাচার্যকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন, তখন রেলের অবস্থা কি ছিল, তা সকলেই জানেন। তিনি একের পর এক রেলের ঘোষণা করে গিয়েছেন। কিন্তু কতটা কাজ হয়েছে, তা আমরা সকলেই দেখেছি। একসময় তার দলেরই একজন রেলমন্ত্রী হয়ে বলেছিলেন, ভারতীয় রেল আইসিইউতে চলে গিয়েছে। তাই আজকে রেলের উন্নতি, আর মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন, তখন রেলের পরিস্থিতি গোটা দেশের মানুষ দেখতে পাচ্ছেন।” অর্থ্যাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত রেলের উন্নয়ন নিয়ে তৃণমূলের দাবিকে কড়া ভাষায় আক্রমণ করলেন হেভিওয়েট বিজেপি নেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!