এখন পড়ছেন
হোম > জাতীয় > রেলের অনুষ্ঠানে মমতাকে আমন্ত্রণ না করার অভিযোগ, বিস্ফোরক কেন্দ্রীয় রেলমন্ত্রী!

রেলের অনুষ্ঠানে মমতাকে আমন্ত্রণ না করার অভিযোগ, বিস্ফোরক কেন্দ্রীয় রেলমন্ত্রী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন নিয়ে কেন্দ্র বনাম রাজ্যের তরজা চরম আকার ধারণ করল। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন দক্ষিণেশ্বর নোয়াপাড়া মেট্রো রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। কিন্তু সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তারপর থেকেই তৈরি হয়েছে বিতর্ক। হঠাৎ করে কেন এই ধরনের মহতি প্রকল্পের উদ্বোধন হলেও, সেখানে উপস্থিত থাকলেন না মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে কি তার কাছে রাজনৈতিক স্বার্থ সবার আগে, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে জবাব দিয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিড়ম্বনা বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

জানা গেছে, এদিন এই প্রকল্পের উদ্বোধনী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই আমন্ত্রণ না জানানোর কারণেই মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠান বয়কট করেছেন বলে দাবি একাংশের আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে মন্তব্য করে রাজ্য সরকারের এই দাবিকে সম্পূর্ণরূপে নস্যাৎ করে দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

এদিন তিনি বলেন, “এই অনুষ্ঠানে আসার জন্য আমি চারদিন আগেই ওনাকে বলেছিলাম। কিন্তু উনি জানান যে, উনি আসতে পারবেন না। কেন আসতে পারবেন না, তা ভিড় দেখেই বুঝে নিন। সোনার বাংলা গড়া ওদের পরিকল্পনা। বাংলায় এখন সমস্ত প্রকল্প থমকে আছে রাজ্য সরকারের জন্য। রাজ্য সরকারের সহযোগিতা চাই। কিন্তু তা পাওয়া যাচ্ছে না।” আর রাজ্য সরকারের পক্ষ থেকে যখন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি করা হচ্ছে, তখন কেন্দ্রীয় রেলমন্ত্রীর এই ধরনের দাবি যে তৃণমূল সরকারের বক্তব্য কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিল, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলতে শুরু করেছেন, তাহলে কি শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে এই অনুষ্ঠান বয়কট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেননা প্রথম থেকেই রাজ্যের জন্য এত বড় রেল প্রকল্প সূচনা হলেও প্রাক্তন রেলমন্ত্রী তথা বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে এবং তিনি সেখানে উপস্থিত থাকবেন বলেই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই অনুষ্ঠানে অনুপস্থিত থেকে কেন্দ্রের সঙ্গে নিজের সংঘাতকে আরও বাড়িয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী।

তবে রাজ্যের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছিল, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত হননি। তবে এবার রাজ্যের সেই বক্তব্যকে সম্পূর্ণরূপে নস্যাৎ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো সত্ত্বেও, তিনি সেখানে উপস্থিত হতে পারবেন না বলে আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। যার ফলে কোন পক্ষ সত্যি কথা বলছে, তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!